নারীরা ঋতুকালে অশুদ্ধ ও দুষিত, তাই সেই সময়ে তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখা উচিত এবং তারা পরিষ্কার না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হওয়া উচিত নয় – এ কথা বলা আছে খোদ কোরানের দ্বিতীয় সুরার ২২২ নম্বর আয়াতে। ঋতুকালে নামাজ না পড়ার পরামর্শও দেয়া হয়েছে নারীদের।
নবীজি নিজে সকল ‘ঋতুর’ পুরুষ (a man for all seasons) ছিলো বলে মেয়েদের ঋতু-ফিতু সে মানতো না। বিশদ জানতে স্লাইড শো দেখুন অথবা পিডিএফ (৪.৩৭ মেগাবাইট) ডাউনলোড করে নিন।
(function() { var scribd = document.createElement(“script”); scribd.type = “text/javascript”; scribd.async = true; scribd.src = “http://www.scribd.com/javascripts/embed_code/inject.js”; var s = document.getElementsByTagName(“script”)[0]; s.parentNode.insertBefore(scribd, s); })();
Leave a Reply