ক্যাট স্টিভেন্স নামে এক গায়ক ছিলেন। Morning has broken, Wild world, Father and Son সহ আরও কিছু দুর্ধর্ষ কিছু গান লিখেছিলেন। গাইতেন নিজেই। শেষের গানদুটো অবশ্য যথাক্রমে Maxi Priest ও Ronan Keating-এর কণ্ঠে বেশি জনপ্রিয় হয়েছে।
তো যা বলছিলাম। এই ক্যাট স্টিভেন্স একটা সময়ে ভীমরতিগ্রস্ত হয়ে ইসলামকে আলিঙ্গন করে নূরপথগামী হয়ে বনে গেলেন ইউসুফ ইসলাম। নবীজি নিজে ঘোর সঙ্গীতবিরোধী ছিলেন, সে কথা ইউসুফ সাহেব জানতেন কি না, জানি না, তবে গানবাজনা তিনি চালিয়ে গেছেন। তবে মমিনত্ব গ্রহণের পর থেকে একটি ভালো গানও প্রসব করতে সক্ষম হননি।
তখনও অমুসলিম ক্যাট স্টিভেন্সের গাওয়া Father and Son গানটির অনুকরণে সৌখিন ধাঁচে গাওয়া হয়েছে এই মুহম্মদ-আয়শা বিবাহগীতি।
Leave a Reply