‘নাস্তিকেরাও নিশ্চয়ই কিছু না কিছুতে বিশ্বাস করে’ – এমন একটি দাবি প্রায়ই আসে আস্তিকপক্ষ থেকে। আমার ধারণা, ‘বিশ্বাস’ শব্দটির অন্তত দুটো আলাদা অর্থ সম্পর্কে অধিকাংশ আস্তিক সচেতন নয়। ‘আমি ভূতে বিশ্বাস করি’ এবং ‘আমি আমার বন্ধুকে বিশ্বাস করি’ – এই দুই বাক্যে ‘বিশ্বাস’ কি একই অর্থ বহন করে? অবশ্যই না! প্রথম বাক্যের ‘বিশ্বাস’ যুক্তি-তথ্য-প্রমাণহীন, আর দ্বিতীয় বাক্যে ‘বিশ্বাস’ অর্থ আস্থা, যা আমার বন্ধু তার আচরণ ও কার্যকলাপের মাধ্যমে অর্জন করেছে।
The Atheist Experience-এর আরেকটি অনুষ্ঠানের অংশবিশেষ। আস্তিক-নাস্তিক সংলাপ বিনিময়। অত্যন্ত উপভোগ্য।
Leave a Reply