সহিহ মুসলমান বলে কিছু নেই। হিসাব করলে দেখা যাবে, প্রতিটা মুসলমান কোনো না কোনো ভাবে কারো না কারো ধর্মানুভূতিতে আঘাত দিয়ে যাচ্ছে। আজ নাস্তিকদের হিট লিস্ট তৈরী হচ্ছে, কাল বুদ্ধিজীবীদের, পরশু মডারেটদের, তরশু আসবে আপনার লিস্ট…
২. ধর্ষণের ক্ষেত্রেও তাই। ধর্ষক ধর্ম বোঝে না, জাতি বোঝে না, পোশাক বোঝে না, চেহারা বোঝে না, বয়স বোঝে না… বোঝে শুধু ধর্ষণ। আজ গারো মেয়ে ঢাকার রাস্তা থেকে অপহৃত হয়ে যাচ্ছে, কাল আপনার মা বউ বোন মেয়ের পালা…
৩. আজ নাস্তিকদের কুপিয়ে মারা হচ্ছে, আর আপনি তার ব্লগ-ফেসবুক ঘেটে দেখাচ্ছেন সে ধর্ম নিয়ে কী মন্তব্য করেছে। কাল আপনাকে কোপানে হবে, তখন কেউ কেউ লিস্ট দেবে আপনি কী কী ভাবে ধর্মের অবমাননা করেছেন…
৪. ধর্ষণ হয়, আর আপনি মেয়েদের চলাফেরা-পোশাক ইত্যাদির দোষ দিয়ে বিশাল ভাব নেন। কাল আপনার মেয়েকে কেউ তুলে নিয়ে ধর্ষণ করবে, তখন আপনার মত কেউ আপনার মেয়ের চলাফেরা-পোশাক নিয়ে প্রশ্ন তুলে বিশাল গিয়ানী সাজবে।
৫. আগুনে খেলে তবু কিছু রাখে, কিছু থাকে ধর্ম যাকে খায়, তার কিছুই রাখে না, কিচ্ছু থাকে না…
Leave a Reply