হে ঈমান্দার বান্দাসকল, তোমাদের জন্য অজস্র রসময় কথা গুপ্ত রহিয়াছে হাদিস শরিফে।
– সহীহ আল-ধর্মকারী
ইসলাম প্রকৃতপক্ষেই পূর্ণাঙ্গ জীবনবিধান। জীবনের ছোট-বড়ো-তুচ্ছ-গুরুত্বপূর্ণ সব ব্যাপারেই ইসলামের নির্দেশিকা আছে। এই যেমন পায়ুপথে বায়ু নিঃসারণের কথাই ধরা যাক!
নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, নামাজ আদায়ের সময় কারো যদি মনে হয়, সে, খুব সম্ভব, বাতকর্ম সাধন করে ফেলেছে, তখন তার কী কর্তব্য। বিচক্ষণ নবী জবাব দিলেন, নামাজ ত্যাগ করার প্রয়োজন নেই যদি তার কানে শব্দ বা নাকে গন্ধ না আসে।
Narrated ‘Abbas bin Tamim:
My uncle asked Allah’s Apostle about a person who imagined to have passed wind during the prayer. Allah’ Apostle replied: “He should not leave his prayers unless he hears sound or smells something.”
Leave a Reply