লিখেছেন কবীর উদ্দীন
৫৬.
বিভিন্ন উপাসনালয় থেকে উপাসকদের জুতা চুরি হওয়া একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার। যে স্রষ্টা মানুষের জুতা পর্যন্ত রক্ষা করতে পারে না, তার উপাসনা করে কী লাভ?
৫৭.
খোদা অর্থ যে খোদ, মানে নিজে নিজে সৃষ্টি হয়েছে। হাফেজ মানে জ্ঞানী। “খোদা হাফেজ” মানে হচ্ছে, যে নিজে নিজে সৃষ্টি হয়েছে, সে জ্ঞানী। বিদায়ের কালে এই অপ্রাসঙ্গিক ও হাস্যকর বাক্যটি কেন বলা হয়?
৫৮.
কুরানে এতসব পচা কথা লেখার পরেও আল্লা নাপাক না হয়ে পাক কেন?
৫৯.
বন্ধুরা, আপনারা কি কখনো শুনেছেন, কোনো ব্যক্তি নিজের প্রশংসা নিজে করছে বা নিজেকে নিজে ধন্যবাদ দিচ্ছে বা নিজেকে নিজে দয়ালু বলছে? দেখতে চাইলে পড়ে দখুন সূরা ফাতেহা।
৬০.
আল্লা একবার বলেছেন, তিনি সাত আসমানে বাস করেন। আবার বলেছেন, তিনি সর্বত্র বাস করেন। আসলে তার কি কোনো নির্দিষ্ট বাসস্থান আছে, নাকি তিনি যাযাবর?
Leave a Reply