স্বীকার করছি গত কয়েকদিন ধরে কয়েকটি স্টাটাসে “নাস্তিক” শব্দটা ব্যবহার করার জন্য টেকনিক্যালি তর্ক-বিতর্কে কিছুটা ব্যাকফুটে ছিলাম। বহুল ব্যবহৃত বিধায় টাইপ করতে গেলে শব্দটি খুব সহজে সবার আগে আঙুলের মাথায় চলে আসে। শব্দটির আভিধানিক অর্থটুকু শুধু প্রমাণের অভাবে ঈশ্বরে অবিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ। এর পরে নাস্তিকদের গুণাবলী-কার্যাবলী নিয়ে কথা বাড়ালে টেকনিক্যালি তর্কে হেরে যাওয়াটাই স্বাভাবিক।
কালকের চ্যাপেল হিল হত্যাকান্ড ঘটনায় তিন জন মুসলমান খুন হলে খুনী হিসাবে যাকে গ্রেফতার করা হয়েছে, তার নাস্তিক পরিচয়টা মিডিয়াতে বেশ ফলাও করে প্রচারিত হচ্ছে, যদিও তার স্ত্রী বার বার বলছেন যে এখানে নাস্তিকতা নিয়ে কোনো বিরোধ ছিল না, গাড়ি পার্কিং করা নিয়েই ঝামেলার সূত্রপাত।
নাস্তিকরা যেখানে অবলীলায় তথাকথিত পরম ক্ষমতাশীল ভগবানেশ্বরাল্যাদেরকে যুক্তি-প্রমাণ দিয়ে উড়িয়ে দিচ্ছে, সেখানে নাস্তিকতার নামে দু-চারটে আস্তিক মেরে ছুচো মেরে হাত গন্ধ করার মত বোকামী নিশ্চয়ই করবে না। তারপরেও নাস্তিক হলেই যে সে সমস্ত মানবিক গুণাবলী অর্জন করে “মানুষ” হবে, সেই নিশ্চয়তা কেউ দিতে পারে না। তবুও এরকম আশা রাখি, অর্থাৎ নাস্তিকরা সত্যিকারের “মানুষ” হবে–তাই মুক্তমনা বা মানববাদীর মত গুরুগম্ভীর শব্দ ব্যবহার না করে নাস্তিক শব্দটাই বেশি ব্যবহার করে ফেলি–যা প্রথমেই বলেছি।
সবশেষে এ প্রসঙ্গে তসলিমা নাসরিনের একটা স্ট্যাটাস প্রাসঙ্গিক হওয়া সেটা তুলে দিচ্ছি–
“চোর,গুন্ডা,বদমাশ,ধর্ষক,খুনি,সন্ত্রাসীও নাস্তিক হতে পারে, হয়. তোমাদের আর তাদের মধ্যে তবে পার্থক্যটা কী! নাস্তিক হওয়াটা খুব কঠিন কিছু নয়, মাথায় ঘিলু থাকলেই নাস্তিক হওয়া যায়. কিন্তু নাস্তিক হয়ে তুমি সমাজের কী উপকারটা করবে শুনি? তুমি যদি ভালো মানুষ না হও,সততা যদি তোমার আদর্শ না হয়, তুমি যদি নারীর সমানাধিকারে বিশ্বাস না কর, সমকামীদের এবং লিঙ্গান্তরিতদের অধিকারে বিশ্বাস না কর, মানুষের দারিদ্র, দুর্ভোগ ঘোচাতে না চাও, বর্ণবাদ, আধিপত্যবাদ, শ্রেনীবাদ, জাতপাতের প্রতিবাদ না কর, অসাম্য, বৈষম্য, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে রুখে না দাঁড়াও, তুমি যদি মুক্তচিন্তার পক্ষে, বিজ্ঞানমনস্কতার পক্ষে, সবার জন্য শিক্ষা আর স্বাস্থ্যের পক্ষে কথা না বল, তুমি যদি আমরা যাদের সঙ্গে এই পৃথিবীটা শেয়ার করছি সেই প্রাণীদের প্রতি সহানুভূতিশীল না হও, তবে চোর বদমাশ খুনি সন্ত্রাসীর নাস্তিকতার সঙ্গে তোমার নাস্তিকতার মূলত কোনো পার্থক্য নেই.”
Leave a Reply