লিখেছেন কবীর উদ্দীন
১৯১.
আমরা তোমারই ইবাদত করি ও তোমারই সাহায্য প্রার্থী। (কোরান ১:৪)
আল্লাতালা কি নিজের ইবাদত নিজেই করেন ও নিজের কাছেই নিজে সাহায্য প্রার্থনা করেন?
১৯২.
হত্যা কি কভুও উৎসব হতে পারে? হত্যাকে উৎসব ভেবে যারা প্রাণী হত্যা করে পার্কে, মাঠে, উঠোনে, বাড়ির ছাদে, তাদেরকে ধিক্কার জানালে ধিক্কারেরও অপমান করা হবে।
১৯৩.
পরমদুম্বা, পরমউট, পরমমেষ। ভারতবর্ষে হাঁস, পরম হলেন। আর মরুভূমিতে দুম্বা, উট, মেষ এঁরা পরম হবেন না, তা কেমন করে হয়?
১৯৪.
বস্তুতঃ যারা কাফের, তুমি ওদিগে ভয় দেখাও বা না দেখাও, একই কথা। ওরা ইমান আনবে না। (কোরান ২:৬)
আল্লা যদি নিশ্চিতভাবেই জেনে থাকেন যে, বেঈমানেরা কভুও ঈমান আনবে না, তাহলে নবী-রাসুল পাঠিয়ে পৃথিবীতে খামাখা অশান্তি সৃষ্টি করার কী দরকার ছিল?
১৯৫.
বিছমিল্লা-হির-রহমা-নির-রাহীম। মানে, পরম দাতা-দয়ালু আল্লাহর নামে।
আল্লাপাক কি যে কোনোকিছু নিজের নামেই নিজে শুরু করেন? পাগল ছাড়া আর কেউ কি কখনো নিজেকে “পরম দাতা-দয়ালু” আখ্যায়িত করে?
Leave a Reply