১. চিন্তাবেন না
হাইকুর বারোটা
আল্যা বহাল
২. নরক দ্বার
নারী নাম তাহার
আল্যা বলেন
৩. আল্যা সাহেব
আরশে উপবিষ্ট
নবী পাদেন
৪. বাসর রাত
নবী করিম হাসে
আয়েশা কাঁদে
৫. মানুষ মরে
নবী কহিল সব
আল্যার ইচ্ছা
৬. নবী বলেন
কসম তেঁতুলের
খাদিজা বুড়ি
৭. নবী পেলেন
মারিয়া উপহার
ঘুষ খাই না
৮. দিলে মোহর
মেরেছেন আল্যাহ
আমি নাস্তিক
৯. কবিদেরকে
অনুসরণ করে
বিভ্রান্ত লোক
১০. আল্যা সকল
ক্ষমতার উৎস।
ঠিক? এড মি।
————————-
বোনাস : কাল রাতে ফেবুর প্রাকটিস-
১. গভীর রাতে
হাইকু মিলানোর
অপচেষ্টায়
২. ফেসবুকেতে
ছবি আপলোডাও
লুলামি জাগে
৩. বেল পেকেছে
পেকুক, পাকা পেঁপে
খায় পাখিতে
৪. দেখে ফেলেছি
আলতা রাঙানো পা
ধরিতে যাই
৫. শীতের রাত
আমার কাঁথা হও
বোরখা’য়ালী
Leave a Reply