লিখেছেন ওয়াশিকুর বাবু
৯.
নাস্তিকতাকে সরাসরি অপরাধের তালিকায় ফেলতে না পেরে মডারেটগণ ‘ইসলামবিদ্বেষী’ শব্দটা জুড়ে দেন। কিন্তু ইসলামবিদ্বেষ কেন অপরাধ হবে? ইসলাম তো জীবন্ত কিছু নয়; একটা ধর্ম বা মতবাদ। একজন মানুষ যেমন এই মতবাদকে পছন্দ করার অধিকার রাখে, এই মতবাদের সপক্ষে প্রচার করার অধিকার রাখে; তেমনি একজন মানুষ অপছন্দ করারও অধিকার রাখে, বিপক্ষে কথা বলারও অধিকার রাখে।
১০.
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন এখন অতিসাম্প্রদায়িক বাংলাদেশের পথে হাঁটছে।
‘নারায়ে তকবীর’ বলে
পিছু হটো…
১১.
স্বাধীনতার পর দেশে হিন্দু জনগোষ্ঠী ছিল মোট জনসংখ্যার ১৩.৫ ভাগ। তাই ভোটের রাজনীতিতে ধর্মনিরপেক্ষ সাজার প্রয়োজন ছিল।
মেরে, ধর্মান্তরিত করে, পিটিয়ে দেশছাড়া করে এখন হিন্দু জনগোষ্ঠীর হার ৮.৫ ভাগ। তাই ধর্মনিরপেক্ষ সাজার চেয়ে টুপি মাথায় দিয়ে মদীনা সনদের বুলি আওড়ালেই ভোটের রাজনীতিতে ফায়দা বেশি।
Leave a Reply