১৬৩.
– আব্বু, যুক্তি কী?
– জানি না, বাবা। কারণ আমরা মুসলিম।
১৬৪.
চার্চে উপস্থিত সকলের কাছে নতুন একটি চার্চ নির্মাণের জন্য অর্থসাহায্য চাইলো ধর্মযাজক। সবার আগে এগিয়ে এলেন এক যৌনকর্মী, বললেন:
– এই নিন দু’হাজার ডলার।
– যদিও টাকা আমাদের খুবই প্রয়োজন, – বললো ধর্মযাজক, – তবে নোংরা পথে অর্জিত এই টাকা আমি গ্রহণ করতে পারছি না।
উপস্থিত কয়েকজন সেই সময় চিৎকার করে বললো:
– নিয়ে নিন, ফাদার। ওগুলো আমাদেরই টাকা।
১৬৫.
– উপাসনালয়ে ও ক্যাসিনোয় প্রার্থনার মধ্যে কোনও তফাত আছে কি?
– আছে। ক্যাসিনোয় করা প্রার্থনা অনেক বেশি আন্তরিক।
Leave a Reply