লিখেছেন ওয়াশিকুর বাবু
১৮.
‘ইসলাম তরবারির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়নি’ – এই দাবীর সাথে দ্বিমত পোষণ করলেই তরবারি দিয়ে কল্লা ফেলে দেওয়া হবে।
১৯.
ধর্মানুভূতির স্বার্থে বাকস্বাধীনতা রূদ্ধ নয়, বাকস্বাধীনতার স্বার্থেই ধর্মানুভূতিকে উদার করতে হবে…
মডারেট মুসলিমরা, পারলে তোমাদের জঙ্গি ভাইদের মানুষ কর। ওদের ধ্বংসযজ্ঞকে ধর্মানুভূতির দোহাই দিয়ে আড়াল করে নিজেরা বাঁচতে পারবা না। ভবিষ্যতে ‘ইহা সহী ইসলাম নহে’ তোমাদের এই বহুল চর্বিত বাণীও ধর্মানুভূতিধারীদের কোপানলে পড়বে।
২০.
খুব স্বল্প সংখ্যক অসৎ ব্যক্তি ধর্মের কারণে সৎ হয়; কিন্তু অধিকাংশ অসৎ ব্যক্তিই ধর্মকে মোড়ক হিসেবে ব্যবহার করে…
Leave a Reply