আল-কোরান: সুরা ৩৬, আয়াত ৪০
সুর্যকে অনুমতি দেয়া হয় না যে সে চাঁদ এর আগে যাবে, আবার রাতও দিনকে পিছনে ফেলতে অসক্ষম। এরা প্রত্যেকে সাতার কাটছে (নিজস্ব) চক্রে (নিয়ম অনুসারে)।
আল-কোরান: সুরাহ ২১, আয়াত ৩৩
নিশ্চই তিনিই সৃস্টি করেছেন রাত,দিন, সূর্য ও চাঁদ। এরা প্রত্যেকে চলে (নিজস্ব) চক্রে।
আল-কোরান: সুরা ৯১, আয়াত ১-২
এবং সূর্য ও তার উজ্জ্বলতার(শপথ) , এবং চাঁদের যা তাকে (সূর্য) অনুসরণ করে।
একদিন সূর্যাস্তের সময় সাহাবী আবু ধা’র, নবী কে বললেন, “নিশ্চয়ই আল্লাহ ও তার নবীই জানেন সবচেয়ে ভালোভাবে(সূর্যাস্তের পর সূর্যের কি হয়)।” নবী উত্তর দিলেন, “(দিনে)সূর্য চলতে থাকে এবং তা সূর্যাস্তে আল্লাহর আরশের নিচে অবস্থান নেয়, অতঃপর সে আল্লাহর কাছে অনুমতি খুজতে থাকে আবার উদয় হবার। আল্লাহ অনুমতি দিলে সূর্য আবার চলতে শুরু করে এবং উদয় হয়, কিন্তু এমন একদিন আসবে (কেয়ামত) যদি সূর্যর প্রার্থনা গ্রহণ করা হবে না এবং আল্লাহ তাকে নির্দেশ দিবেন যেদিক থেকে এসেছে সেদিকে ফিরে যেতে, আর সেদিন (কেয়ামত) সূর্য উদিত হবে পশ্চিমে।
সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হবারই ছিল।
Leave a Reply