(ধর্মকারী বরাবরই সিরিজময়। অতএব আরও একটি সিরিজের অবতারণা করা নিশ্চয়ই যায়েজ।
‘ইসলামী ইতরামি’ ও ‘লিংকিন পার্ক’ সিরিজে ধর্মান্ধদের কাণ্ডকারখানা সংক্ষেপে বর্ণনা করে লিংক ধরিয়ে দেয়া হয়। তো একদিন নিলয় নীল প্রস্তাব দিলেন, তিনি নানান ধর্মের ধর্মগুরু ও মোমিনদের ঘটানো কিছু কিছু কীর্তি সবিস্তারে লিখতে আগ্রহী। তিনি এমনকি অতি নিয়মিত লেখা দেয়ার হুমকিও প্রদান করেছেন। তাঁর হুমকিতে ভীত হয়ে ধর্মকারী মাঝেমধ্যে তার অলিখিত আইনের (‘প্রথম পাতায় এক লেখকের একটির বেশি লেখা থাকবে না’) ব্যত্যয় ঘটাতে সম্মত হয়েছে।
সিরিজের নামে পাঁচটি বিশেষ্যপদ ব্যবহার করা হলেও শব্দসংখ্যা আসলে ন’টি: ধর্ম, কর্ম, কাণ্ড, কীর্তি, কাহিনী, ধর্মকর্ম, কর্মকাণ্ড, কাণ্ডকীর্তি ও কীর্তিকাহিনী।।
বিসমিল্যা বলে আল্যার নামে শুরু হলো যাত্রা।)
লিখেছেন নিলয় নীল
প্রার্থনার মাধ্যমে পুরুষাঙ্গের সকল সমস্যার সমাধান
আপনার পুরুষাঙ্গ কি অপেক্ষাকৃত ছোট?
আপনি কি যৌনমিলনে তৃপ্তি দিতে অক্ষম?
আপনি কি আপনার স্ত্রী, প্রেমিকা বা বান্ধবীর সামনে একাধিকবার লজ্জিত হয়েছেন?
ওপরের এই সব সমস্যার জন্য আপনি এতদিন বিভিন্ন ধরনের হারবাল, কবিরাজি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি খেয়ে প্রতারণার শিকার হয়েছেন। তবে বিজ্ঞানের নামে এই জাতীয় ভণ্ডামি আর নয়। এবার প্রার্থনার মাধ্যমেই ঈশ্বরের নামে আপনি যে কোনো যৌনসমস্যা থেকে পরিত্রাণ পাবেন। উল্লেখ্য, ঈশ্বরের কাছে আপনার যৌনাঙ্গের জন্য আপনার নিজেকে প্রার্থনা করতে হবে না, প্রার্থনা করবেন আপনার হয়ে প্রফেট মাকিনডুয়া। তবে আপনার পুরুষাঙ্গের দৃঢ়তার জন্য অবশ্যই জেসাস ও ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে।
প্রফেট মাকিনডুয়া বিশেষ অঙ্গটিকে কতো বড় করতে পারেন, তা হস্ত দ্বারা নির্দেশ করছেন
প্রফেট মাকিনডুয়ার পুরো নাম ইমানুয়েল মাকিনডুয়া, যিনি নামিবিয়ার ইউনাইটেড ফ্যামিলি ইন্টারন্যাশনাল চার্চের নেতা। তবে ইতোমধ্যেই তিনি বিখ্যাত হয়ে উঠেছেন প্রার্থনার মাধ্যমে পুরুষাঙ্গের যে কোনো সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে। প্রফেট মাকিনডুয়া নিজেকে পবিত্র আত্মার (holy spirit) কর্মসম্পাদনের হাতিয়ার বলে দাবি করেছেন। একজন প্রফেট হিসেবে তিনি যেসব অলৌকিক ঘটনা ঘটাতে পেরেছেন বলে প্রচার করা হচ্ছে, তার মধ্যে অন্যতম হলো ছোট পুরুষাঙ্গকে প্রার্থনার মাধ্যমে দীর্ঘ ও দৃঢ় করা।
এছাড়া তিনি প্রার্থনার মাধ্যমে এইচআইভি, এইডসসহ যে কোনো যৌনসংক্রামিত রোগ ভালো করার দাবি করেন। তবে এক্ষেত্রে রোগীর অবশ্যই যিশুর ওপরে বিশ্বাস থাকতে হবে বলে আবারও সতর্ক করে দেন প্রফেট মাকিনডুয়া। তার এই অলৌকিক কীর্তি সম্পর্কে আরও জানতে আপনারা গুগলে Penis Enlargement Miracle লিখে অন্বেষণ করলেই পাবেন মজার মজার তথ্য।
প্রফেট মাকিনডুয়ার কাছে যেতে আগ্রহী আছেন নাকি কেউ?
Leave a Reply