লিখেছেন কবীর উদ্দীন
৩৯৬.
বহুবিবি-দাসী-গনিমত ভারে ভারাক্রান্ত মহাবদ নবীর করুণাবস্থার কথা মনে হলে মন দুঃখে হু হু করে ওঠে। এক বউ নিয়ে মানুষ হিমশিম খেয়ে যায়। নবীজি অগণিত বিবি-দাসী-গনিমত নিয়ে কী পরিমানে বালি-খেজুর খেয়েছিল, কে জানে!
৩৯৭.
গৌতম বুদ্ধ বলেছিলেন, ‘জগতের সকল প্রাণী সুখী হোক।’ তিনি নিজের স্ত্রী ও পুত্রকে ফেলে দেউলিয়া হয়ে গিয়েছিলেন। তাদের সুখ কামনা করলে তিনি তা কখনোই করতেন না। তিনি নিজের স্ত্রী ও পুত্র ছাড়া জগতের বাকি সকল প্রাণীর সুখ কামনা করতেন। তাই তিনি ‘জগতের সকল প্রাণি সুখী হোক’ বাক্যটি মুখে বলার সময় মনে মনে বলেছিলেন, ‘আমার স্ত্রী ও পুত্র ছাড়া বাকি সকলে।’
৩৯৮.
জমজমের অলৌকিক পবিত্র পানিতে আমার ঘরবাড়ি সয়লাব। সারা বছরই মানুষ দল বেঁধে, মিছিল নিয়ে হজ্জে যেতে থাকে। বড় হজ্জ, মাঝারি হজ্জ, ছোট হজ্জ ইত্যাদি সাইজের ও ইত্যাদি পরিমাণ ছওয়াবের হজ্জ নাকি আছে। হজ্জ থেকে ফিরে এসে আপনজনদের মধ্যে কিছু পবিত্র দ্রব্য বিতরণ করতে থাকে এরা আরো ছওয়াব হাছিলের জন্য। এসব দ্রব্যের মধ্যে রয়েছে, জমজমের পানি, খোরমা, আতর, তছবি, জায়নামাজ, কাবা শরীফের ছবি ইত্যাদি। এসব পবিত্র দ্রব্যে আমার ঘর পবিত্রময় হয়ে উঠেছে। আমি সবাইকে বলে দিয়েছি যে, আমার পবিত্র সামগ্রীতে কোনো উপযোগ বা চাহিদা নেই। দয়া করে আমাকে এসব না দিলেই কৃতার্থ থাকবো। কিন্তু তাঁরা আমার দ্বারা ছওয়াব কামানোর দায়িত্ব নিজ দায়িত্বে কাঁধে নিয়েছেন, এবং সেই সাথে তাঁরা নিজেরাও নাকি ছওয়াব অর্জন করতে পারবেন আরও। এই পবিত্র পানি দিয়ে কী করা যায়, বলুন তো! আমি ইতোমধ্যে বাসনকোসন ধুতে শুরু করেছি। থালাবাসন পবিত্র থাকল! পরিচ্ছন্ন আর পবিত্র তো এক কথা নয়।
৩৯৯.
দূর্গা হিন্দুদের মা। সেই হসেবে দূর্গার স্বামী শিব তাদের বাবা। তারা তাদের নিজের বাবার যৌনাঙ্গ নির্মাণ করে পাথর কিংবা ইট বালি সিমেন্ট দিয়ে। তারপর বাবার যৌনাঙ্গে সন্তানেরা সবাই, বিশেষ করে কন্যাসন্তানেরা, কামাতুর হয়ে দুধ ঢালে, চুমু খায়। লেহন করে, চাটে, জড়িয়ে ধরে পড়ে থাকে। অবিবাহিত কন্যারা কামনা করে, তাদের ভবিষ্যৎ স্বামীর যৌনাঙ্গ যেন তাদের বাবা শিবের যৌনাঙ্গের মত হয়।
৪০০.
সকল প্রেরিত পুরুষ ও তাদের স্বরচিত ধর্মগুলি নিয়ে ফুটবল খেলতে কী যে মজা লাগে!
Leave a Reply