লিখেছেন আবু জাহেল (Version 2)
আমরা কম বেশি জাকির নালায়েক-এর নাম সবাই জানি। তার সুখ্যাতি পুরো ছাগু জাহানে প্রবাহমান। তার আজগুবি ও আজাইরা যুক্তিসমুহ বিশ্লেষণ করতে আমি আবু জাহেল (Version 2) থাকছি ধর্মকারীর সঙ্গে।
আজকের বিষয়: কে আল্লাহকে সৃষ্টি করেছেন?
জাকির নালায়েক: খুবই সুন্দর প্রশ্ন! সবকিছুরই সৃষ্টিকর্তা আছে, তাহলে আল্লাহরও একজন সৃষ্টিকর্তা থাকতে পারে – এইটা একটি সাধারণ প্রশ্ন সকল নাস্তিকের।
আজকে কোনো হসপিটালে কোনো পুরুষ লোক যদি কোনো সন্তানের জন্ম দেন এবং আমাকে যদি জিজ্ঞেস করা হয়, সন্তান ছেলে নাকি মেয়ে, তবে আমার কাছে যেরকম আজগুবি মনে হবে ঠিক একইভাবে আপনি যদি জিজ্ঞেস করেন আল্লাহকে তৈরি করেছেন কে, আমার কাছে একই রকম মনে হবে! কারণ The Definition of Allah is uncreated. অর্থাৎ তার কোন স্রষ্টা থাকতেই পারে না! যেখানে তার সংজ্ঞাই আনক্রিয়েটেড সেখানে তার সৃষ্টিকর্তা না থাকাটাই স্বাভাবিক!
আশা করি, আপনি আপনার উত্তর পেয়েছেন!!
আবু জাহেল: The Definition of the universe is uncreated. এই মহাবিশ্বের সংজ্ঞা হতে দেখা যায় যে, এটি আনক্রিয়েটেড! অতএব এর কোনো স্রষ্টা না থাকাটাই স্বাভাবিক। অতএব আল্লাহ বলতে কোনো স্রষ্টাই নেই! আর যার অস্তিত্বই নেই, তার স্রষ্টা না থাকাটাই স্বাভাবিক! আমি জাকির নালায়েক এর সাথে পুরোপুরি একমত। আল্লাহ নেই তো তার স্রষ্টাও নেই!
আশা করি, আপনারা উত্তর পেয়েছেন!
Leave a Reply