লিখেছেন লুক্স
৩৯৪.
আমাগো দেশে একটা মাত্র আল্লামা শফী, তিনি এখন হাসপাতালে। ওনার ভালো-মন্দ কিছু হইয়া গেলে জাতি মধ্যযুগীয় আরব্য বিনোদনের সবচেয়ে বড় উৎসটাই হারাবে – যা কোনো নাস্তিকেরও কাম্য নয়। আমি মন থেকেই চাই, আল্লামা শফীরা হাজার বছর বেঁচে থাকুক। ধর্মের চূড়ান্ত পরাজয় আর বিলুপ্তি দেখুক।
আল্লামা শফীর দ্রুত সুস্থতা কামনা করছি।
৩৯৫.
আল্লাহপাকের ভাষায়, যারা ইসলাম মেনে নেয় শুধু তারাই মানুষ। যারা ইসলাম গ্রহণ করে না, তারা পশু।
(”বস্ততঃ এহেন কাফেরদের উদাহরণ এমন, যেন কেউ এমন কোন জীবকে আহবান করছে যা কোন কিছুই শোনে না, হাঁক-ডাক আর চিৎকার ছাড়া—বধির মুক, এবং অন্ধ। সুতরাং তারা কিছুই বোঝে না।”- কোরাণ, ২:১৭১)
দেশের অমুলমানরা কোরানের মহত্ব বুঝতে না পারলেও মাইর খাইতে খাইতে অবশেষে ইসলামের মহত্ব বুঝতে পারতেছে।
নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জের পরিমল চন্দ্র শীলের পরিবারের ৫ সদস্য রোববার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। – (ছুবাহনাল্লাহ)
ইসলাম ধর্ম গ্রহণের পর আদালতে তাদের অভিনন্দন জানায় জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা এমপি হোসেনে আরা বাবলী, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ও অ্যাডভোকেট সুলতান উদ্দিন নান্নু। – (মাশাল্লাহ)
এতোদিন ইসলাম ধর্ম গ্রহণ না করে ঘাড়ের উপর কল্লা নিয়ে মুসলিম রাষ্ট্রে দিব্বি বেঁচে ছিল এই পরিবার। আল্লাহতালার এ এক বিরাট কুদরত। মুহম্মদ বেঁচে থাকলে এক কোপে পুরা পরিবারের কল্লা ফেলে দিতেন। আল্লাহপাকের অশেষ মেহেরবানীতে কী চমৎকার ভাবেই না রক্ষা পেলো একটি হিন্দু পরিবারের পাঁচটি কল্লা।-(যাজাকাল্লাহ খাইরান)
৩৯৬.
আবারো ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস পড়তেছি।
পড়ি আর ভাবি, একটা লাঠির আগায় নুনু বেঁধে একশো’টা লোকের পক্ষে ভারতবর্ষ দখল করা সম্ভব। তবে নুনুটা হইতে হবে পবিত্র, দেবতার মতো।
Leave a Reply