লিখেছেন বাংলার উসমান মুয়াজ্জিন মোহাম্মদ ইসলাম
ইসলামে ঐ কেলাদুলা হারাম, যে কেলাদুলায় আল্লাহর ফ্রতি মনোসংযুগে বাধা সৃষ্টি করে। আজিয়া এই খেলা যুদি সদি আরব, ইরান, আফগনিস্তনে অনুষ্ঠিত হইত, তবে এটা ‘হালাল’ হইত, কারন, এসব দেশে হিজাব মানি চলা হয়।
কিন্তুক ব্রাজিল হইল ভারি নিতম্বের অধিকারিণীদের দেশ, সাম্বা নাচের দ্যাশ। বলতে লজ্জা ফাই, কিন্তুক সত্য হইসে এ দেশে “Miss Butt Brazil” নামক সুন্দরী প্রতিযুগিতা হয়।এই যে এত এত এবং এত এত ভুবনমোহিনী ass, যেই দ্যাশত দাফিয়ে বেড়ায়, সে দেশের দিকে তাকানোই ত বেশরিয়তি কাম। বাস্তবতা এখানেই শ্যাষ নহে। এই নালায়েক মেয়েসেলেগুলা হাসতে হাসতে খসে ফেলে, হাসতে হাসতে স্টুডিয়ামে সবার সামনে দুদু দিখাই ফেলে।নাউজুবিল্লাহ।
ঘটনা যখন এমুন, তখন ভাবুন ত সোটোলুক বাংগালি-মুসলিমের কি অবস্তা হবে!
কেমেরার সামনে ঘূর্নয়মান নিতম্ব দুলোনির তালে তালে সোটো লোক বাংগালি স্বাভাবিকভাবেই এক কল্পনার রাইজ্যে হারিয়ে যাবে, তাদের মনে হবে যে তারা যেন বৈশাখী মেলায় নাগর দোলাতে দুলছে। ফলে দুলুনির ঘোরে তারা আল্লাহ-রাসুলকে ভুলি যাবে। সামান্য butt-এর জন্য আল্লাহ রাসুলকে ভুলি গেলে ত আল্লাহর রাসুল লজ্জিত হবেন, আল্লাহ হবে বেজার।
তাই ব্রাজিলের বিশ্বকাফকে ‘হারাম’ বলিয়া যেন ঘুষনা করা হয় এবং তা প্রদশর্নে যেনো নিসেদাজ্ঞা জারি করা হয়।
Leave a Reply