লিখেছেন ওয়াশিকুর বাবু
৩৪.
মানুষকে বশ করতে জাহান্নামের আগুনের ভয় যথেষ্ট নয়।
তাই মৌলবাদীরা দুনিয়াতে প্রতিনিয়ত ধর্মের নামে অশান্তির আগুন জ্বালায়…
৩৫.
যদি ইসলাম পূর্ণাঙ্গ ও সর্বযুগের জন্য প্রযোজ্য জীবনব্যবস্থা হয় তাহলে বাল্যবিবাহ, যুদ্ধবন্দিনী ও দাসীধর্ষণ, দাসপ্রথা, স্ত্রী-প্রহার – এসব প্রথা চিরকালের জন্য ইসলামী বিধান হিসেবে প্রযোজ্য।
আর যদি বাল্যবিবাহ, যুদ্ধবন্দিনী ও দাসীধর্ষণ, দাসপ্রথা, স্ত্রী-প্রহার – এসব প্রথা যুগের সাপেক্ষে পরিবর্তন যোগ্য হয়, তাহলে ইসলাম পূর্ণাঙ্গ ও সর্বযুগের জন্য প্রযোজ্য জীবনব্যবস্থা নয়।
৩৬.
সর্বজ্ঞানের আধার কোরআন শরীফ উপেক্ষা করে যারা তথ্য সংগ্রহের জন্য গুগল, উইকি ঘাঁটে, তাদেরকেও কি ইসলাম অবমাননার দায়ে গ্রেফতার করা হবে?
Leave a Reply