প্রতিবাদের এই অভিনব ধরনটি আমার ভারি পছন্দ। পথে-ঘাটে, ক্যাম্পাসে ধর্মপ্রচারকেদের উত্যক্ত করতে এই পদ্ধতির প্রয়োগ লক্ষ্য করা যায় মূলত আমেরিকায় – পৃথিবীর অন্যতম ধর্মদুর্গত দেশে। এ থেকে অনুমান করা যায়, সে দেশের যুবক-তরুণদের ভেতরে ধর্ম ক্রমশ হাস্যস্পদ হয়ে উঠছে। আর ধর্ম সবচেয়ে বেশি ভয় পায় খেলো ও হাসির পাত্র হয়ে উঠতে। কারণ এ ধরনের হাসির ভেতরে লুকিয়ে থাকে তাচ্ছিল্য, বিদ্রূপ, উপহাস, অবজ্ঞা ও অপমানের অনেক উপকরণ।
আজকের দুটো ছবিতে দু’টি ভিন্ন ‘জব’-এর প্রস্তাব
Leave a Reply