লিখেছেন আবু জাহেল (Version 2)
৫১.
কুরআন যদি বিজ্ঞানে ভরপুর একখান কিতাব হইতো, তবে আলেমরাই পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী হইতো!
কিন্তু বিজ্ঞান সম্পর্কে তাদের জ্ঞান সর্বোচ্চ মোবাইলের লাল আর সবুজ বাটন পর্যন্তই! তাদেরকে যদি জিজ্ঞাসা করি, physics বানান কি?! আমি শতভাগ নিশ্চিত বাংলাদেশের ৯৫ ভাগ আলেম সেইটা পারবে না!
৫২.
নাইজেরিয়া, সহীহ মুসলিম দেশ, যে দেশে আবার বোকো হারামের মত ইসলামের খেদমতকারী সংগঠনও আছে। তাই এবারের বিশ্বকাপে নাইজেরিয়াকে সাপোর্ট না দেয়া কবীরা গুণাহ, অন্তত প্রথম রাউন্ড বা দ্বিতীয় রাউন্ড – যতক্ষণ তারা আল্লাহর ইছায় টিকে থাকে। এরপর অন্য দল সাপোর্ট কইরেন। সুবহানাল্লাহ!
৫৩.
আদমকে সেজদা না করার কারণে ইবলিশ বা শয়তান আমাদের চিরশত্রু হয়ে যায়! এজন্য সবসময় আমাদের ওসওয়াসা দিয়ে খারাপ কাজ করায়!
অন্যান্য প্রাণীদের মাঝেও অন্যায় করতে দেখা যায়, যেমন অন্য কোনো প্রাণীর খাবার জোর করে খাওয়া বা চুরি করা। এইটা কার ওসওয়াসায় হয়?
৫৪.
– যুক্তি ফুরিয়ে যাবার পর মুমিন কী বলে?
– “তুমি পথভ্রষ্ট বা লাইনচ্যুত।”
৫৫.
একটা জিনিস ভালো লাগলো!
যখন কোন হিন্দু পরিবারের উপর নির্যাতন চালানো হয়, তখন কতিপয় নাস্তিকই তার প্রতিবাদ করে।
আর এখন যখন বিহারীদের উপর নির্যাতন করা হলো, তখনও কতিপয় নাস্তিকই এগিয়ে আসলো।
Leave a Reply