লিখেছেন বুদ্ধ মোহাম্মদ যীশু কৃষ্ণ
উন্নত বিশ্বের কথা শুনলেই সবার আগে আমাগো চোক্ষে ভাইসা ওঠে ইউরোপ-আমেরিকা। কিন্তু ইউরোপ-আমেরিকায় এমন কী আছে, যা আমাগো কাছে নাই?
থাকতে পারে ওগো কাছে উন্নত এবং আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষার শক্তি! কিন্তু তার চাইতেও বেশি শক্তি আছে আমাগো কাছে। আমাগো কাছে কী আছে?
হা হা হা মুমিন ভাইলোগ, আমাগো কাছে আছে ঈমানের শক্তি। একমাত্র ঈমানি শক্তি কাছে থাকলে জ্ঞান- বিজ্ঞান আর শিক্ষা ধারেকাছেও নাই।
এই ঈমানি শক্তির জোর এতই শক্তিশালী, যা একটা সবুজ সুফলা দেশেরে পারমানবিক বিস্ফোরণ ছাড়াই মরুভূমি বানায়া দেয়।
এই ঈমানি শক্তির জোরেই আমরা কোনো টাইম মেশিন ছাড়াই ২০১৪ রে আটকায় রাখতে পারছি ৬০০ খ্রিষ্টাব্দে।
এই ঈমানের জোরেই আমাগো জঙ্গি ভাইয়েরা প্রতিদিন চৌক্ষের পলকে শত শত নিরীহ কাফের মাইরা পৃথিবীর জনসংখ্যা কমাইতে অবদান রাখতাছে।
ঈমানি শক্তি আছে বইলাই আমরা আমাগো মাইয়াগো কাফেরি শিক্ষা-দিক্ষা হারাম কইরা ঘরের মইধ্যে বন্দী কইরা পুরুষের সেক্স স্লেভ হওয়ার পূর্ণাঙ্গ ঈমানি ট্রেনিং দিয়া আরেকটা ঈমানি পুরুষের জন্য তারে শস্যক্ষেত্র হিসেবে পুরুস্কার দিতে পারি।
এইগুলা কি কোনো কাফেরের শিক্ষিত দেশ আপনারে দিতে পারবে? জানি, এর একটাও আপনাগো ইহুদি-নাসারা-কাফের জাতিরা পারবে না।
কারণ ওগর কাছে জ্ঞান-বিজ্ঞান-শিক্ষা থাকলেও কোনো ঈমান নাই। আর যে জাতির ঈমান নাই, সেই জাতি উন্নতই থাইকা যাবে, মুসলমানদের মত অনুন্নত তারা কোনোদিন হইতে পারবে না।
আর এই গর্বিত অনুন্নত জাতি হিসেবে আমরা আরো ১৪০০ বছর ব্রেইনেরে জমজমের কুপে ফালাইয়া চোখ-কান
বন্ধ রাইখা ঈমান টিকায় রাখতে প্রস্তুত আছি।
Leave a Reply