সমাজতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ রাশিয়ায় এখন অর্থোডক্স খ্রিষ্টধর্ম একটি অত্যন্ত শক্তিধর প্রতিষ্ঠান। কাগজে-কলমে রাশিয়া ধর্মনিরপেক্ষ দেশ হলেও রাষ্ট্র ও রাষ্ট্রনায়ক পুতিনের প্রত্যক্ষ সমর্থনপুষ্ট এই ধর্মের দাপট সমাজ-জীবনের প্রায় সর্বত্র এখন প্রবল।
রাশিয়াপ্রবাসী মোকাম্মেল ধর্মকবলিত রাশিয়ার বেশকিছু ছবি পাঠিয়েছেন। আজ প্রকাশিত হচ্ছে পঞ্চম পর্ব। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব, পঞ্চম পর্ব দেখুন।
ধর্ম মানেই শিশুনির্যাতন
বিলবোর্ডে লেখা ZOMBIE BOY
রাশিয়া এখন বিজ্ঞাননির্ভর নয়, বিশ্বাসনির্ভর
হায়, পেছনে নাস্তিক গ্যাগারিনের ছবি…
Leave a Reply