লিখেছেন শ্রোডিঞ্জারের বিড়াল
নাস্তিক বিজ্ঞানীর নাম লাগবে? এমন কয়েকজনের নাম দিই যাদেরকে HSC পাশ করারাও চিনবে:
- আরহেনিয়াস নাস্তিক,
- নিলস বোর নাস্তিক,
- জেমস চ্যাডউইক নাস্তিক,
- De Morgan নাস্তিক,
- Ga-Lussac নাস্তিক,
- Higgs নাস্তিক,
- Nobel নাস্তিক,
- J. Oppenheimer নাস্তিক,
- Penrose নাস্তিক,
- Schrödinger নাস্তিক,
- Dawkins নাস্তিক,
- …
ব্লা ব্লা ব্লা, নাস্তিক নাস্তিক নাস্তিক। … … নাস্তিক বিজ্ঞানীর লিস্টটা বহুত বিরাট লম্বা। আইনস্টাইনও ছিলেন অ্যাগনস্টিক, তার ওপর ধর্মবিদ্বেষী, স্টিফেন হকিংস এথেইস্ট… বড় বড় যে কোনো বিজ্ঞানীই নাস্তিক অথবা অজ্ঞেয়বাদী।
আরো অল্প কিছু সিলেক্টেড বিখ্যাত বড় নাস্তিক বিজ্ঞানীদের লিস্ট দেখতে পারেন এখানে।
আর এইটা একটু দেখেন, তারপর ত্যানা প্যাঁচাবেন।
আর বিজ্ঞানীরা নাস্তিক কি না, একটা জরিপ দেখুন।
নাস্তিকতা ও আধুনিক বিজ্ঞানীদের ওপর ‘নেচার’-এর পেপারে চোখ বুলিয়ে নিন।
তারপর এখানে দেখেন:
99.9 percent of worldwide paper publishing and nobel winning scientists accept evolution and REJECT Intelligent Design hypothesis.
বিবর্তন মানলে সে কি কখনো মুমিন হইতে পারে? চিন্তা করে দেখেন।
আমি তো পারলে কমাইয়া বলছি, এত এত বলতে গেলে সব লিডিং বিজ্ঞানীই নাস্তিক।
এইবার লাফানিটা একটু বন্ধ করেন। নাকি তারপরেও তালগাছ আমার বইলা লাফাইতে থাকবেন?
শুনেন মুমিন ভাই, বেশি লাফাইয়েন না। গত ১০০ বছরে খুব বেশি না, পাচজন মুমিন বড় বিজ্ঞানী ও তাদের আবিষ্কারের নাম জিজ্ঞেস করলেই তো আপনাদের লুঙ্গি ফেটে যাবে।
Leave a Reply