(ধর্মকারীর নতুন পাঠকদের কথা ভেবে নির্বাচিত কিছু পুরনো পোস্ট পুনঃপ্রকাশ করা হবে এই সিরিজে)
১. ধর্মাতুল কৌতুকিম – ১৩
৩৭.
অবতরণের আগে বিমানের ভেতরে ঘোষণা:
– লেডিজ অ্যান্ড জেন্টলমেন, আমাদের বিমান আর কিছুক্ষণের মধ্যেই জেদ্দা বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছে। স্থানীয় সময়ের সঙ্গে আপনার ঘড়ির সময় মিলিয়ে নিতে ঘড়ির কাঁটা দু’হাজার বছর পিছিয়ে দিন।
৩৮.
– ধর্ম কী? দর্শন? ইতিহাস? নাকি বিজ্ঞান?
– ব্যবসা।
৩৯.
ধর্ম আর বিজ্ঞানের খিচুড়ি।
– মেয়েরা সুন্দর কেন?
– কারণ তাদের জন্ম হয়েছে পুরুষের পাঁজরের হাড় থেকে।
– ছেলেরা অসুন্দর কেন?
– কারণ তাদের জন্ম হয়েছে বানর থেকে।
প্রথম প্রকাশ: ৩১.০৩.১০
২. মোল্লাবিতাড়ক স্প্রে
শিশুকামী ধর্মযাজকদের কবল থেকে নিজেদের শিশুকে রক্ষা করুন। বাজারে এসেছে মোল্লাবিতাড়ক স্প্রে।
সোয়া এক মিনিটের ভিডিও-বিজ্ঞাপন।
ভিডিও লিংক: http://youtu.be/EpuYoK6wv_Y
প্রথম প্রকাশ: ৩১.০৩.১০
Leave a Reply