সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে অমর প্রেমকাহিনী নিয়ে সম্পূর্ণভাবে কোরান-হাদিস ও অন্যান্য ইছলামী সূত্র অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য কার্টুন-চলচ্চিত্র “আয়েশা ও মোহাম্মদ” ইউটিউবে মুক্তি পাবার কয়েক ঘণ্টার মধ্যেই মোমিনীয় অভিযোগবন্যার মুখে তা সরিয়ে ফেলা হয়। কিন্তু চক্ষু মুদিলেই কি প্রলয় বন্ধ হয় রে, পাগল? ইন্টারনেটের সব ফুটা কি তুই বন্ধ করতে পারবি, মোমিন?
ছবিটা এখন পাওয়া যাচ্ছে এখানে। আর কিছুদিনের মধ্যে তা ছড়িয়ে পড়বে নেটের আনাচে-কানাচে।
তাছাড়া আমি পুরোটা ডাউনলোডও করে রেখেছি। কারোর দরকার পড়লে জায়গায় বসে আওয়াজ দিন – মন্তব্যে বা ধর্মকারীর মেইলে।
আপডেট:
ছবিটি দেখুন এখানে:
http://www.islam-watch.org/video.html
(লিংক পাঠিয়েছেন অর্ণব খান)
http://www.islam-watch.org/video.html
(লিংক পাঠিয়েছেন অর্ণব খান)
যাঁরা সংগ্রহে রাখতে চান, তাঁদের জন্য দুটো নতুন ডাউনলোড লিংক।
https://drive.google.com/file/d/0BwbIXqxRzoBOV2VVdXhIQzFqNTQ/edit?usp=sharing
https://mega.co.nz/#!yQ1CgY7B!1ZXm2KiYd1uBKuoRjz1U3kGHucZdqzsBlnkUZLNYrSA
Leave a Reply