লিখেছেন আবু জাহেল (Version 2)
৬১.
আস্তিকীয় যুক্তি: যেহেতু মানুষের শরীরের সকল উপাদান মাটিতে আছে, অতএব মানুষ মাটির তৈরি!
– হ, ভাই, খুবই ছুন্দর লজিক। তরমুজের ৯২ ভাগ পানি, তার মানে পানির সকল উপাদান তরমুজে আছে! অতএব পানির উৎপত্তি তরমুজ হতে!
৬২.
পর্দা লাগানো একটা রেস্টুরেন্টে নাস্তা খাওয়ার জন্য বসলাম! রেস্টুরেন্টে সবাই বেশ ধার্মিক মনে হইলো! একদিক দিয়ে খাইতেছে অন্য দিক দিয়ে ছাঈদী ওরফে চন্দ্র মামার ওয়াজ শুনিতেছে!
৬৩.
মুমিনদের সাথে তর্ক করার চেয়ে ঘোড়ার ঘাস কাটাও অধিক উত্তম!
৬৪.
ধর্মগ্রন্থ অবিকৃত বা অপরিবর্তনীয় বলে অনেকেই দাবি করেন।
তবে মজার বিষয় হলো গ্রন্থ পরিবতর্ন যদি না-ও হয়, তবে তাদের অনুবাদ পরিবর্তনশীল! যখনই নতুন কোনোকিছু আবিষ্কার হয়, যা ধর্মের সাথে বিপরীতমুখী, তখনই তার অনুবাদ পরিবর্তন করে বিজ্ঞানের সাথে সমন্বয় করা আবশ্যক হয়ে পড়ে।
৬৫.
বিবর্তন ডাহা মিছা কথা! স্টিফেন হকিং কিছু জানে? আল্লায় কইচে আদমরে আমি মাটি, পানি আর বীর্য থেকে তৈরি করছি! এখন প্রশ্ন হইল: বীর্যটা আদম তৈরির পূর্বে কার ছিল? আল্লাহই ভাল জানে। হয়তো ফেরেশতাগো, নাহয় স্বয়ং আল্লাহরও হইতে পারে! নাউজুবিল্লাহ। আল্লাহর তো শরীর নাই! তাই ডাণ্ডাও থাকার কথা না। বীর্যও নাই। তাইলে ওই বীর্য ছিলটা কার!
Leave a Reply