বিশ্বকাপ ফুটবলে বহু খেলোয়াড় আর কোচকে নানানভাবে প্রার্থনা করতে দেখে, বুকে ক্রুশ আঁকতে দেখে, মাঠে ঊর্দ্ধপোঁদ হয়ে সেজদা দিতে দেখে, আকাশের দিকে দু’হাত তুলে ধন্যবাদ বা আর্তি জ্ঞাপনের দৃশ্য দেখে যে-কথাগুলো নাস্তিকদের মাথায় আসে অবধারিতভাবে, ঠিক সেগুলোই বলেছেন ইউটিউবার kalsolarUK. অতিঅবশ্যদ্রষ্টব্য। চার বছর আগের ভিডিও, তবে এখনও তখনকার মতোই প্রযোজ্য।
ইউটিউবে hot atheist chic নামে পরিচিত মেয়ে ক্রিস্টিনা। রোমানিয়ায় বাস। স্পষ্টবাদী, যুক্তিমনস্ক। সবোর্পরি, সুদর্শনা
প্রায় একই বিষয়ে তাঁর একটি ভিডিও। “আল্লাহ আমাকে সাহায্য করেছে” বা “আল্লাহ আমার জীবন রক্ষা করেছে” – আপাত-নিরীহ এই বাক্যগুলো নিয়েই ক্রিস্টিনার প্রবল আপত্তি। কেন? “শাট দ্য ফাক আপ” নামের খুব জোরালো বক্তব্যের ভিডিওতে দেখুন।
Leave a Reply