অধিকাংশ মুছলিম আশা করে, তারা যখন রোজা রাখবে, তখন এ নিয়ে তটস্থ থাকতে হবে বাকিদেরকে – অর্থাৎ যারা রোজা পালন করতেসে না। ক্যান রে, বাপু? তুমি সংযম পালন করবা, করো, আমি তাতে বাধা দিতে যামু না। কিন্তু আমার দৈনন্দিন খাদ্যাভ্যাসে তোমার সমস্যা ক্যান? আমারে আমার সুবিধামতোন আরাম কইরা খাইতে দিবা না? এইটাই তোমার ইছলামের শিক্ষা? আমারে খাইতে দেখলে তোমার সংযম তো আরও পোক্ত হওয়ার কথা এবং ছওয়াবও বেশি উপার্জন করতে পারবা, তাই না?
তুমি বড়োজোর অনুরোধ করতে পারো, তোমার সামনে যেন না খাই। কিন্তু জোরজবরদস্তি করে, আইন পাশ করে, শাস্তি বা জরিমানার ভয় দেখায়ে (অনেক মুসলিম দেশেই এসব চলে) শ্রদ্ধা আদায় করা যায়? এইটা কি এক ধরনের ইতরামি না?
তো এখন এই ইতরামির বিরুদ্ধে মুছলিম দেশগুলাতেই প্রতিবাদ শুরু হইসে।
১.
রমজান মাসে কেউ প্রকাশ্যে খাইদাই করলে তার ছবি তুইলা লজ্জা দেওয়ার হুমকি দিসে এক তিউনিসিয়ান মোল্লা। সে এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও আরজি পেশ করসে রমজানের ‘পবিত্রতা’ ভঙ্গকারীদের জন্যে শাস্তির ব্যবস্থা করার। তার মতে, রমজানে প্রকাশ্যে খাইদাই তো বটেই, এ ছাড়া সমুদ্রসৈকতে গিয়া আমোদ-ফূর্তি করাও হারাম।
এর পরে তিউনিসিয়ার পোলাপান ফেইসবুকে একটা পেইজ খুলসে ‘রমজানে তোলা খাওয়ার ছবি’ নাম দিয়া। সেখানে দেশে ও প্রবাসে অবস্থানকারী তিউনিসিয়ানরা তাদের খাওয়া-দাওয়া, মদ্য- ও ধূমপান এবং সমুদ্রসৈকতে তোলা হারাম ছবি প্রকাশ করতেসে। হেব্বি মজা পাইলাম।
https://www.facebook.com/pages/Photos-prises-durant-Ramadan-chmeta-fi-Adel-Almi/295136230632655?id=295136230632655&sk=photos_stream
২.
এই বছর মরক্কোর পোলাপান খুলসে এক ফেসবুক পেজ। নাম দিসে – আমরা রোজা রাখি না। এই পেজেও ব্যাপক খাওনদাওনের ছবি:
https://www.facebook.com/MASAYMINCH/photos_stream
৩.
আলজেরিয়ায় বেরোজদারদের ওপর হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ করতে প্রায় শ’তিনেক মানুষ লাঞ্চ করসে প্রকাশ্য দিবালোকে!
কী আর কমু! Get a life, Muslims!
ডিসক্লেইমার:
ওপরের স-লিংক লেখাটি গত বছর রমজানে প্রকাশ করেছিলাম ফেসবুকে। এটার কথা মনে পড়লো আরিফুর রহমানের শেয়ার করা একটা ভিডিও দেখে।
আগামী ২০ জুলাই দুপুর একটায় লন্ডনের হাইড পার্কে একটি পিকনিকের আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য: রোজা রাখতে অনিচ্ছুক ও ভিন্ন ধর্মাবলম্বীদের ওপরে রমজান মাসে চাপিয়ে দেয়া ইছলামী কানুনকে কাঁচকলা দেখানো। যাঁরা পিকনিকে উপস্থিত থাকতে পারবেন না, তাঁদেরকেও অনুরোধ করা হয়েছে রোজা চলাকালে প্রকাশ্যে খাদ্যগ্রহণের (পানীয়গ্রহণেরও নিশ্চয়ই) ছবি ও ভিডিও পাঠাতে।
ভিডিও লিংক: http://youtu.be/SrkXmUYaLIU
Leave a Reply