লিখেছেন ওয়াশিকুর বাবু
৬৭.
যখন আমি নারী অধিকারের কথা বলি, মুমিনরা জবাব দেয়, ইসলামে নারীকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে;
যখন আমি দারিদ্র্য নিয়ে বলি, তখন মুমিনরা বলে, যাকাত দিলেই দারিদ্র্য থাকবে না;
যখন আমি পরিবেশ দূষণ নিয়ে কথা বলি, তখন মুমিনরা বলে, ধর্মহীনতার কারনে এসব আল্লাহর গজব;
যখন আমি ধর্ষণের বিরুদ্ধে কথা বলি, তখন মুমিনরা বললে, বোরখাই ধর্ষণের একমাত্র সমাধান;
যখন আমি বিজ্ঞান চর্চার প্রয়োজনীয়তার কথা বলি, মুমিনরা বলে কোরানেই সব কিছু আছে;
বাধ্য হয়ে আমি ধর্মের অপ্রয়োজনীয়তা এবং স্রষ্টার অসারতা নিয়ে কথা বলি। তখন ডান-, বাম-, উচ্চ-, নিম্ন- ও মধ্যপন্থীরা তেড়ে আসে ধর্মবিদ্বেষী বলে…
৬৮.
মৌলবাদীরা স্রষ্টার রোষের ভয় দেখায়,
মডারেটরা মৌলবাদীদের রোষের ভয় দেখায়।
মডারেটদের অবস্থান মৌলবাদীদের নিচে।
৬৯.
“বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিষ্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি।”
এই বক্তব্যে আমার আদৌ কোনো আস্থা নেই। সম্প্রীতি প্রতিষ্ঠা করতে চাইলে ধর্মীয় পরিচয়কে পুরোপুরিই ভুলতে হবে। বাঙালি শব্দের সাথে ধর্মীয় পরিচয়ের লেজুড় জুড়ে অসাম্প্রদায়িক দেশ গঠন কখনোই সম্ভব নয়।
ধর্মীয় পরিচয় বাদ দিয়ে বাঙালী হও। তারো আগে মানুষ হও।
Leave a Reply