লিখেছেন ওয়াশিকুর বাবু
৭০.
সহি মুমিন হোন…
অসুস্থ হলে আল্লাহর নাম নিন আর ডাক্তার দেখান।
সুস্থ হলে আল্লাহকে ধন্যবাদ দিন।
সুস্থ না হলে ডাক্তারকে গালি দিন (তেজ থাকলে পেটাতেও পারেন)।
৭১.
আমাদের বড় বড় রাজনৈতিক বিশ্লেষকদের মতে হামাস, আইএসএস, আল কায়েদাসহ যে কোনো ইসলামী সন্ত্রাসবাদী দলের প্রসঙ্গে সবসময় সাম্রাজ্যবাদী আমেরিকার দোষ দিতে হবে, কিন্তু কোনোভাবেই ইসলামের সমালোচনা করা যাবে না।
যদিও ইসলাম নিজেই সাম্রাজ্যবাদী ধর্ম।
৭২.
শোনা কথায় বিশ্বাস রাখা মুমিনদের ঈমানী দায়িত্ব।
কোনো তথ্য-প্রমান ছাড়াই তারা আল্লায় বিশ্বাস করে, নবীরে বিশ্বাস করে, মেরাজ বিশ্বাস করে, কবরের আজাব, জান্নাত-জাহান্নাম, হুর, জ্বিন, ফেরেশতা সব বিশ্বাস করে শোনা কথায়।
আল্লাহ-নবীকে গালিগালাজ করলে তাই ইসলামবিদ্বেষী নাস্তিক-বিধর্মীর ফাঁসির দাবিতে আন্দোলন ,কোপানো, কল্লা ফালানো, ঘর বাড়িতে আগুন, ধর্ষণ এগুলোও করে শোনা কথায়।
Leave a Reply