তবে বাস্তব অর্থে – মডারেট মুছলিম বলে কিছু নেই, থাকা সম্ভব নয়। কেউ হয় পূর্ণ মুছলিম অথবা মুছলিম নয়। কোরানেই স্পষ্টভাবে বলা আছে:
তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস কর এবং অবশিষ্টাংশ প্রত্যাখ্যান কর? সুতরাং তোমাদের মধ্য যারা এরূপ ব্যবহার করো, এই জীবনে তাদের জন্য অসম্মান ব্যতীত আর কি পুরস্কার আছে? এবং শেষ বিচারের দিনে তাদের ভয়াবহ শাস্তির দিকে নিক্ষিপ্ত করা হবে। তোমরা যা কর আল্লাহ্ সে সম্বন্ধে অমনোযোগী নন।
এরাই তারা, যারা পরকালের বিনিময়ে পার্থিব জীবনকে ক্রয় করে থাকে। তাদের শাস্তিকে লঘু করা হবে না অথবা তাদের সাহায্যও করা হবে না।
( সূরা বাকারা: ৮৫, ৮৬)
অতএব ‘কিছুটা অন্তঃসত্ত্বা’ বলে যেমন কিছু নেই, নেই মডারেট মুছলিমও।
Leave a Reply