Oh My God” – একটি জনপ্রিয় হিন্দি মুভি। উমেশ শুক্লা নির্দেশিত এবং অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল প্রযোজিত ফিল্মটি বেশ দ্বন্দ্বমূলক। মুভিটি অস্ট্রেলিয়ান ফিল্ম “The Man Who Sued God” থেকে প্রভাবিত। দ্বন্দ্বমুলক এই কারণে বললাম, কারন ফিল্মটা রিলিজ করার পর জলন্ধর মহিলা কংগ্রেস-এর প্রেসিডেন্ট নিমিসা মেহতা অক্ষয় কুমার এবং পরেশ রাওয়ালের ওপর অভিযোগ জানান এই বলে যে, ফিল্মটাতে হিন্দুধর্মের বিশ্বাসের ওপর আঘাত হানা হয়েছে। আর এই কারণে সেই সময় অক্ষয়কুমারের নিরাপত্তাও বাড়ানো হয়, যাতে তার কোনো বিপদ না হয়। বেশ কিছু মুসলিম দেশে ফিল্মটি ব্যান করা হয়। কয়েকদিন আগে ১২ ই জুলাই ২০১৪ মধ্যপ্রদেশ হাইকোর্ট নোটিশ দিয়েছে, এতে নাকি হিন্দুবিশ্বাসের উপর আঘাত হানা হয়েছে। হায়রে হিন্দু … হায়রে মুসলিম… কবে তোরা মানুষ হবি !
প্রয়োজনের খাতিরে একজন নাস্তিককে অনেক সময় ধর্মগ্রন্থ নিয়ে অনেক পড়তে হয়। কিন্তু একজন আস্তিক কিছু না পড়েই ঈশ্বরের নাম গান করে যায়। কারণ একজন আস্তিক ধর্মগ্রন্থের একরত্তি না জেনেও আস্তিক হতে পারে। তবে যারা ভগবানের কাছে কিছু না পেয়ে নাস্তিক হয়েছে, তাদের নাস্তিকতা বেশিদিন টেকে না, তারা আসলে নাস্তিক নয়।
Leave a Reply