লিখেছেন নিলয় নীল
অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস করেছিল কারা?
– উগ্রবাদী হিন্দুরা
ফিলিস্তিনের নিরীহ মানুষ হত্যাকারী কারা?
– বর্বর ইহুদিরা
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম মারছে কারা?
– উগ্রবাদী বৌদ্ধরা
অন্যদিকে…
বাংলাদেশের নির্বাচনের আগে ও পরে মন্দিরে হামলা করেছিল কারা?
– দুর্বৃত্তরা
হিন্দু মেয়েকে গণধর্ষণ করে ধর্মান্তকরণ করেছে কারা?
– দুর্বৃত্তরা
ইজরায়েলী তিন কিশোরকে অপহরণ করেছিল কারা?
– দুর্বৃত্তরা
এই হচ্ছে বাংলাদেশের মডারেট মুসলমান মিডিয়া। যারা ফিলিস্তিনি হত্যাকাণ্ডের বর্ণনার সময় অতিরিক্ত শব্দ যোগ করে যেমন বর্বর ইহুদী বা ইহুদীদের বর্বরতা। আর আইএস যখন হামলা করে ধর্মান্তরিত না হবার অপরাধে সংখ্যালঘুদের জবাই করে, তখন তাদের সংগঠনের নাম মিনমিনিয়ে বলে। কখনো বলতে পারে না বর্বর মুসলমানরা বা মুসলমানদের বর্বরতা।
ফিলিস্তিনে হামলা হলে নিউজ হেডলাইন হয়, “ইহুদীদের হামলায় ২০ ফিলিস্তিনি নিহত” আর ইরাকে সংখ্যালঘুদের উপর হামলা হলে সংগঠনের নামটাও আমরা পুরা বলি না, কারণ নামের মধ্যে ইসলাম আছে (আইএস মানে ইসলামিক স্টেট), সংক্ষিপ্ত নাম বলেই কাজ সারে মিডিয়া। তাই হেডলাইন হয়, ইরাকে আইএসের হামলায় ৭০০ নিহত!
Leave a Reply