লিখেছেন কবীর উদ্দীন
৫২১.
ভাবছিলাম, একটা কুকুর পুষবো। কুকুরটির নাম রাখবো ‘মহাম্মদ’; পরে ভেবে দেখলাম, কুকুর কি মহাবদের মতো বদ? মহাবদের নামে তার নাম রেখে আমি কেন তাকে অপমান করবো?
৫২২.
আবু বকর একদা নবীজির বাড়ি এসে আয়শাকে বললো, আয়শা ভাবী, খোল খোল দ্বার। আয়শা রেগে বললো:
– আব্বা, আপনি নিজের মেয়েকে ডাকছেন ভাবী! এ কী বদমায়েশি?
বকর বললো:
– আরে ভাবী, তুমি আমার ঘনিষ্ঠতম বন্ধু মহাবদের বিবি। বন্ধুর বিবিকে লোকে ভাবীই তো ডাকে।
আয়শা হাসতে হাসতে দরজা খুলে দিয়ে বললো:
– দেবর আবু বকর, তুমি বড়ই রসিক।
৫২৩.
হিন্দু নারী ও পুরুষদের স্বামী বিবেকানন্দ বলেছিল, জীবে দয়া করে যে-জন সে-জন সেবিছে ঈশ্বরে। সেই হিন্দুদের গণস্বামী বিবেকানন্দই তার কল্পিত ঈশ্বরের সেবায় নিরীহ পশু বলি দিতো।
৫২৪.
যিশু নাকি পানিতে ডুবতো না। এতে আশ্চর্য কী? হাঁসও তো পানিতে ডোবে না। যিশু হাঁস প্রজাতির প্রাণী ছিল মনে হয়।
৫২৫.
য়াল্যার আকার নেই কেন?
– য়াল্যা সবকিছু বানিয়েছে। যেমন, মাটি দিয়ে মানুষ বানিয়েছে, আগুন দিয়ে জ্বিন বানিয়েছে, পানি দিয়ে পশু বানিয়েছে। তবে সবার আগে সে নিজেকে নিজে বানিয়েছে। সে নিজেকে নিজে বানানর সময় নিজেকে বানানর জন্য কোনো উপকরণ ছিল না। কারণ তার আগে আর কিছুই সে বানায়নি। তাই সে নিজেকে ‘কিছু না’ দিয়ে বানিয়েছে অগত্যা। যে ‘কিছুই না’ দ্বারা তৈরি, তার আকার থাকবে কীভাবে?
Leave a Reply