ধর্মের আছে অগণ্য কুৎসিত দিক, তাই বলে ভালো কিছুই নেই ধর্মে, কথাটা ঠিক নয়। এই যেমন, ধর্ম আমাদের জন্য যুগিয়ে যাচ্ছে নিরন্তর বিনোদন…
১.
তিব্বত স্বাধীন না হলে দালাই লামা চীনে পুনর্জন্ম নেবেন না বলে ঘোষণা দিয়েছেন।
ওদিকে চীনও তাঁকে সতর্ক করে দিয়ে বলেছে, পুনর্জন্মের ঐতিহ্য রহিত কোনও করার অধিকার তাঁর নেই।
না রে, ভাই, অনিয়ন বা মতিকণ্ঠের সংবাদ নয়, রয়টার পরিবেশিত।
২.
হিন্দুদের বানর-দেবতা হনুমানের নামে বায়োমেট্রিক আইডেন্টিটি কার্ড কী করে ইস্যু করা হলো, সে নিয়ে ভারতে অনুসন্ধান শুরু হয়েছে। ওই আইডি কার্ডটি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে গিয়ে ডাকপিয়ন হনুমানকে না পেলে ঘটনাটি প্রকাশিত হয়।
(লিংক: কৌস্তুভ)
হিন্দুদের বানর-দেবতা হনুমানের নামে বায়োমেট্রিক আইডেন্টিটি কার্ড কী করে ইস্যু করা হলো, সে নিয়ে ভারতে অনুসন্ধান শুরু হয়েছে। ওই আইডি কার্ডটি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে গিয়ে ডাকপিয়ন হনুমানকে না পেলে ঘটনাটি প্রকাশিত হয়।
(লিংক: কৌস্তুভ)
৩.
ক্রোম ওয়েব স্টোরে একটি মজাদার অ্যাপ পাওয়া যাচ্ছে। অ্যাপটি ক্রোম ব্রাউজারে ইনস্টল করে নিলে যে কোনও ওয়েব সাইটের টেক্সটে ব্যবহৃত god শব্দটি আর দেখা যাবে না। ওই শব্দটি প্রতিস্থাপিত হয়ে যাবে Nicolas Cage দিয়ে।
Leave a Reply