লিখেছেন: Anwar Hossain
পুরা কোরান অর্থসহ বেশ কয়েকবার পড়ে আমার যা ধারণা হল:
১. আল্লাহ নিজের প্রসংশা নিজে করতে মহা ওস্তাদ এই যেমন: মহা দয়ালু, ক্ষমাসীল, করুনাময় ব্লা, ব্লা . . .
২. ১/৩ অংশ মুহাম্মদের ব্যক্তিগত সুবিধার্থে রচিত যেমন: তার দাসী মরিয়মের সাথে অবৈধ যৌন সম্পর্কের ফলে যখন তার সব স্ত্রীরা এর প্রতিবাদ করল তখন আল্লাহর নামে ওহী নাজিল করে দাসীর সাথে সেএণ্ডক্স জায়েজ করা ( ভাবতেই এই বেটার উপর ঘৃনা চলে আসে), পুত্রবধু জয়নাবের রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করলো এবং আরবের লোকজন যখন এর প্রতিবাদ করলো তখন আয়াত নাজিল করে দত্তকপ্রথা বাজেয়াপ্ত করা, মুহাম্মদের যারে খুশি তারে বিয়ে করা বা যার তার সাথে সেএণ্ডক্স করার পার্মিশন দেওয়া এমনকি বিবাহিত কোনো নারীও যদি তার সাথে সেএণ্ডক্স করতে চায় এবং মুহাম্মদ যদি রাজি থাকে তবে তারও বৈধতা দেওয়া ( বিশ্বাস না হলে সুরা ৩৩ আয়াত ৫০ পড়ে দেখুন)|
হজ্বের সময় যখন মুহাম্মদের লোকজন মক্কার লোকদের উপর আক্রমন করলো তখন আয়াত নাজিল করে তার বৈধতা প্রদান, আরো এই রকম শত শত আয়াত নাজিল করেছে শুধু তার ব্যক্তিগত সুযোগ সুবিধার জন্য|
৩. কয়েক লাইন পর পর কাফের আর ইহুদী নাসারাদের গালি গালাজ আর তাদের সাথে কোনো রকম সম্পর্ক না রাখার আদেশ|
৪. বাইবেল আর তৌরাতের সেই পুরাতন গল্প গুজব| ছয় দিনে পৃথিবী বানাইয়া সাত দিনে বিশ্রাম করার কাহিনী, কে কার পুত্র, কে কার বাপ, কার গরুর কি হইছে, মুসা আর ফেরাওনের কিচ্ছা কাহিনী, লাঠী দিয়া সাপ বানানোর যাদু, লাঠি দিয়া পানিতে বাড়ি মাইরা রাস্তা বানানোর আজগুবি গল্প গুজব, নূহের বন্যার কাহিনী সকল প্রাণী জোড়ায় জোড়ায় নৌকায় তুলার কাহিনী, মানুষেরে একবার বলে আদম হাওয়া থেকে বানাইছে, একবার বলে মাটি থেকে, একবার বলে নাপাক পানি থেকে বানাইছে ইত্যাদি ইত্যাদি|
৫. মানুষরে একটু পরপর বেহেস্তের লোভ দেখানো যার তলদেশ দিয়া ঝর্ণাধারা প্রবাহিত, অনেক ফলমূল, উন্নত বক্ষের হুর, আর কচি পোলাপাইনে ( ছি ছি ছি !) ভরপুর| আবার দোজখের আগুনের ভয় দেখানো| একবার পুড়বে আবার নতুন চামড়া লাগবে আবার পুড়বে আবার নতুন চামড়া লাগবে আবার পুড়বে . . . ইত্যাদি ইত্যাদি |
৬. মুসলমানদের যুদ্ধে যাবার জন্য নানা প্রকার লোভ দেখানো, ভয় দেখানো
৭. আর নারী নির্যাতনের জন্য তো পুরা একটা সুরাই আছে| নারীরা যদি এই সুরটা একবার বুইজা পড়ত তাহলে সাথে সাথে ইসলাম ত্যাগ করত|
এই হল মুসলমানের পবিত্র ধর্ম গ্রন্থ কোরানের সারমর্ম|
Leave a Reply