লিখেছেন রহমান পৃথু
আমি ইসলামের প্রতি শ্রদ্ধা দেখাব কেন?
এমন বিশ্বাসকে আমি সম্মান করব কেন, যে-বিশ্বাস আমাকে অপমান করে?
আত্মসম্মানবোধ আছে, এমন যে কোনো মানুষের জন্যেই কুরান অপমানজনক।
শুধু মুসলমানদের অনুভুতি আছে – বিধর্মী, কাফের, নাস্তিক, হিন্দুদের নেই?
যখন মুহাম্মদ মক্কায় কাবা ঘরের মূর্তিগুলো ভেঙ্গেছিল – তখন বিধর্মীদের মনে আঘাত লাগেনি? সে সব মূর্তি কি পবিত্র ছিল না? মুহাম্মদ কি তার নিজের একটা মসজিদ অন্য কোথাও বানাতে পারত না?
তার উদাহরণ অনুসরণ করে মুসলিমরা আজ অন্যের মন্দির ভাঙ্গে, অন্যের ধর্মকে অসম্মান, অবজ্ঞা প্রদর্শন করার সাহস পায়।
যে ধর্মগ্রন্থে আছে:
অবিশ্বাসী, কাফেরদের কল্লা কেটে ফেল – তাদের আঙুল কেটে ফেল – নরকের জ্বালানী হবে – তাদেরকে আমি কঠিন শাস্তি দেবো দুনিয়াতে এবং আখেরাতে – যারা আল্লাহ এবং তার নবীকে অস্বীকার করে তাদের জন্য্ আমরা তৈরী করেছি জ্বলন্ত আগুন….ইসলামের সমালোচনাকারী ও বিরোধীদের হত্যা করা ফরজ – কোন মুসলিম ইসলাম ত্যাগ করলে তাকে মের ফেল…।
…. এবং আছে এমন আরও পাঁচ শতাধিক আয়াত, সেগুলো অবিশ্বাসীদেরকে অপমান করে, সেই ধর্মকে আমি শ্রদ্ধা করবো?
কোরান-হাদিস সংশোধন ও ঐ সব আয়াত বাতিল না করা পর্য্যন্ত মুসলমানদের ধর্মানুনুভুতিতে আঘাত চলবে।
Leave a Reply