লিখেছেন শ্রোডিঞ্জারের বিড়াল
কোরানের মতে, আল্লাহ পৃথিবী বানিয়েছেন আগে। আসমানসমূহকে বানিয়েছেন তার পরে।
(সুরা ৪১:৯-১২)
বিজ্ঞানের মতে, মহাবিশ্ব হইছে আগে। পৃথিবী ফর্ম হইছে তার অনেক অনেক পরে।
বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ফ্যাক্ট যে, মহাবিশ্বের বয়স ১৩.৭ বিলিয়ন বছর, পৃথিবীর বয়স মাত্র ৪.৫ বিলিয়ন বছর। এটা একটা ফ্যাক্ট যে, মহাবিশ্ব সৃষ্টির প্রায় ৯.২ বিলিয়ন (হ্যাঁ, ৯.২ বিলিয়ন বছর) পর পৃথিবীর ফর্মেশান হয়।
শুধু পৃথিবী বানাইতে আল্লাহর লাগছে দুই দিন, তারপর এইটাতে পাহাড়, খাদ্য এইগুলা দিতে লাগছে আরো দুই দিন।
অর্থাৎ শুধু পৃথিবী বানাইতে টোটাল চার দিন।
কিন্তু পুরা আসমানসমূহ বানাইতে আল্লাহর লাগছে মাত্র দুই দিন। হ্যাঁ, মাত্র দুই দিন।
কারণ জমিন অর্থাৎ পৃথিবী হইলো ইয়া বড়ো… কত্তো বিরাট, বিশাল।
আর আকাশের তারাগুলো হইলো একদম ছোট্ট ছোট্ট ক্ষুদ্র প্রদীপ, যেগুলো দিয়ে আসমানটা সাজানো…
এইটা হইলো বিশ্বব্রহ্মাণ্ডের অরজিনিয়াল সৃষ্টিরহস্য
Leave a Reply