লিখেছেন সংহিতা
বিচিত্র এই দেশে বারো মাসে তেরো(শ) পার্বণের হিসেব মেলা ভার।
সম্প্রতি এক অদ্ভুতুড়ে উৎসবের কথা জেনে এক্কেবারে হাঁ…আআ হয়ে গেছিলাম। উৎসবের নাম Banni Festival. অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার এক মন্দিরে প্রতি বছর দ্যাশেরার দিন মাঝরাতে এই উৎসব আয়োজিত হয়।
কোনো এক অশুভ শক্তির বিনাশের মহৎ উদ্দেশ্য নিয়ে প্রায় কয়েকশ লোক জমায়েত হয়ে একে অন্যকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে আর এই খেলা চলে ভোর রাত পর্যন্ত।
যদিও মন্দির কর্তৃপক্ষের মতে – এই উৎসব ডান্ডিয়ার রূপভেদ মাত্র, শুধু লাঠির আকারটাই যা একটু বড়।
পরিসংখ্যান কী বলছে, শুনবেন? ২০১২ তে আহতের সংখ্যা ছিল ১১৩ জন, ২০১৩ তে ৩৪ জন আর এই বছর প্রায় ৫৬ জন আহত হয়। ২০০৬ এ একজনের মৃত্যুর কথাও শোনা যায়।
গোটা ঘটনায় ডাক্তার উপস্থিত থাকলেও অনেকেই ক্ষত সারাতে হলুদ ছাড়া অন্য কিছু ব্যবহার করতে নারাজ। ভাবতে অবাক লাগে, আজও আয়োজকেরা এর মধ্যে কোনরকম হিংসার আঁচ পাননি!
আরও ছবি ও সংবাদের জন্য এখানে ক্লিক করুন।
Leave a Reply