লিখেছেন দাঁড়িপাল্লা ধমাধম
কুট্টিকালে ভিসিআরে মুভি দেখার সময় একটা কোলকাত্তাইয়া অ্যাড দেখতাম। যতটা মনে পড়ে:
এক লোক বাসের সামনের সিটের উপর সিগারেটের প্যাকেট আর দিয়াশলাই রেখে সিট দখল করে রাখছে তার নিজের কারো জন্য। অন্য একটা লোক সেখানে বসতে গিয়ে ওসব দেখে জিজ্ঞেস করল:
– সিগারেট কার?
লোকটা উত্তর দিল:
– আমার।
– দিয়াশলাই কার?
– আমার।
তখন লোকটি বাধ্য হয়ে পেছনের সিটে গিয়ে বসল। কিছুক্ষণ পরে সামনের সিটে বসা লোকটি সিগারেট ধরালো। ধোঁয়াটা যাচ্ছিল পেছনের সিটে বসা লোকটির নাকে। বিরক্ত হয়ে পিছনের লোকটি সামনের সিগারেট খাওয়া লোকটিকে বলল:
– মশাই, সিগারেট আপনার, দিয়াশলাই আপনার, তো সিগারেটের ধোঁয়াটাও নিশ্চয়ই আপনার। ওটাও নিজের কাছেই রাখুন না!
আস্তিকদের ধর্মকর্মে আমার কোনো আপত্তি নাই, যতক্ষণ না তারা আমার কোনো ব্যাঘাত ঘটাচ্ছে। ব্যাঘাত হলেও উৎসবের কথা বিবেচনা করে বছরে দু’-একবার ছাড়ও দিতে রাজি আছি।
কিন্তু সারাবছর ধরে প্রতিদিন পাঁচবার করে চারদিক থেকা কানের কাছে কুত্তার মত ঘেউ ঘেউ করলেও ভদ্রতার খাতিরে ‘যেমন কুকুর তেমন মুগুর’ ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না। তাই ভদ্রভাবে একটা কথা বলি:
ধর্ম তোদের, ছোয়াব তোদের, মাইক তোদের, তো মাইকের, আল্যা হালার পো হালা, আওয়াজটাও নিশ্চয়ই তোদের। ওটাও নিজেদের কানের মধ্যে রাখ!
Leave a Reply