(ফেইসবুকে একটা মজাদার পেইজ খোলা হয়েছে ধর্মীয় প্রশ্নের ব্যাঙগানিক উত্তর নামে। কেউ একজন একটা মজাদার, বিটকেলে বা আপাত নিরীহ প্রশ্ন করছে, আর অমনি অন্যেরা ঝাঁপিয়ে পড়ে সরবরাহ করছে সেটার বৈচিত্র্যময় ব্যাঙগানিক (ব্যঙ্গ + বৈজ্ঞানিক) উত্তর।
সেই পেইজ থেকে নির্বাচিত প্রশ্নোত্তরের ধারাবাহিক সংকলন প্রশ্নকারী ও উত্তরদাতাদের নামসহ ধর্মকারীতে প্রকাশ করা হবে নিয়মিত। বলে রাখা প্রয়োজন, এই নির্বাচনটি একান্তভাবেই ধর্মপচারকের পছন্দভিত্তিক। ফলে ভালো কোনও প্রশ্নোত্তর আমার চোখ এড়িয়ে যাবার সম্ভাবনা তো আছেই, তবে সবচেয়ে বেশি আছে অন্যদের সঙ্গে মতভেদের সম্ভাবনা। নিজ গুণে (ভাগে, যোগে, বিয়োগে) মাফ কইরা দিয়েন।)
১১.
– ধর্মের সাথে রাষ্ট্রের সম্পর্ক কী? (Shiji Sejuti)
– ধর্ম কৃমি হইয়া রাষ্ট্রের পশ্চাতদেশে সর্বদা চুলকানি দিয়া থাকে! (অসীম নন্দন)
১২.
– ইসলাম বাদে অন্য ধর্ম নিয়া প্রশ্ন আসে না কেন? (দাঁড়িপাল্লা ধমাধম)
– কারণ ঐ ধর্মগুলো ইসলাম আসার পরে বাতিল হয়ে গেছে! বাতিল মাল নিয়া কথা বলার কি আছে? (Susupto Pathok)
১৩.
– উঠতে-বসতে কত দোয়াই তো পড়ার বিধান আছে! পাদ দিলে কোনো দোয়া পড়ার প্রয়োজন আছে কি? কী দোয়া? পাদের আগে না পরে পড়তে হবে? এ বিষয়ে কি মাস-আলা? (ধর্মদ্রোহী বালক)
– ফাদিয়াই ই আলা ইউরাব্বিকুমা তুকাজ্জিবান। বাংলায় পড়তে পারেন: হে আল্লা, এ বায়ু তোমার নেয়ামত এবং তোমার পানেই ওপরে ধেয়ে যায়। (Mahbubul Hasan)
১৪.
– “এইডস” বা “ইবোলা”র ওষুধের কথা কোরানে লেখা নাই কেন? (ইঁচড়ে পাকা)
– কোনো বিজ্ঞানী আবিষ্কার করার পর অবশ্যই কোরানে খুঁজে পাবেন। (Abdullah Al-Mamun)
১৫.
– হিন্দু ব্রাহ্মণরা হিসি করতে বসলে কানে পৈতা প্যাঁচায় কেন? (ভূত অদ্ভুৎ কিম্ভুত)
– ওদের ইউরেনাল সিস্টেম পৈতা নিয়ন্ত্রিত তাই। (Shiji Sejuti)
এবং
– মূত্রপূজায় সময় কানে পৈতা প্যাঁচানোর নিয়ম। (দাঁড়িপাল্লা ধমাধম)
১৬.
– ইসলাম ত্যাগের শাস্তি মৃত্যুদণ্ড! তবে ইসলাম গ্রহণের পুরস্কার কী? (চার্বাক শুভ্র)
– হালাল ভাবে কচি মেয়ের সাথে সেক্স ফ্রী (গোল্ড লিফ এর প্যাকেট)
১৭.
– কোনটা বেশি পবিত্র? গোমূত্র না উটমুত্র? (ওয়াশিকুর বাবু)
– পাত্রভেদে পবিত্রতা নির্ভর করে । (মূর্খ চাষা)
এবং
– গোমূত্র পবিত্র, উটমূত্র পাক। (Tamanna Jhumu)
১৮.
– আইসিসের কল্লা নিয়ে সেলফি দেখলে ভয় লাগে, কিন্তু হাতে কল্লা নিয়ে কালীর মূর্তি দেখলে ভয় লাগে না কেন? (Neon Seven)
– আইসিস মিথ আর কালী বাস্তবতা। (দাঁড়িপাল্লা ধমাধম)
১৯.
– আল্লাহর এতো ক্ষমতা! আল্লাহ কি পারে না নিজের জন্যে একটা লিঙ্গ বানাতে? তার নিজের জন্য কোনো হুর নাই? (ধর্মদ্রোহী বালক)
– নাউজুবিল্লাহ, দোজখে মুগুর-শিক দিয়া গুতাইয়া কি বেহাল দশা কইরালাইবো, তার টেনশনে আছি, আর আপনে নতুন অস্ত্রের শাস্তি বাতলাইয়া দিতাসেন (Mahbubul Hasan)
২০.
– আল্লাহ’র ঘর (মসজিদ) বানাইতে মানুষের কাছে হাত পাততে হয় কেন? (Neon Seven)
– কারণ অর্থকড়ি মানুষের আবিষ্কার, সেইটা আল্লার কাছে নাই (ঔপপত্তিক ঐকপত্য)
Leave a Reply