ইছলামে যা কিছু হারাম, সেসবের হালাল ভার্শন বের করার উদগ্র প্রবণতা লক্ষ্য করা যায় মুছলিমদের ভেতরে। হালাল বিয়ার, হালাল মদ তো বটেই, এমনকি হালাল বেকনও বাজারে লভ্য। হালাল সেক্স শপও আছে। নাছারাদের লোভনীয় খাদ্য-পানীয় ও অন্যান্য উপকরণের ইছলামী বিকল্পের এই তালিকায় সর্বশেষ সংযোজন – হালাল হুইস্কি।
একমাত্র ইছলামেই সম্ভব অ্যালকোহলবিহীন বিয়ার-মদ-হুইস্কি। এ পথ অবশ্য নবীজিই দেখিয়ে গিয়েছে।
হাদিসে আছে (Abu Dawud Collection: ::Book Number 32:: Hadith # 4037): মেয়েদের ব্যবহার্য পারফিউমের রং থাকবে, কিন্তু কোনও গন্ধ থাকতে পারবে না। অর্থাৎ গন্ধবিহীন পারফিউম!
বিনুদুনময় ইছলাম! আমার ধারণা, হারাম জিনিস হালালকরণের এই ইছলামী ধারার পরবর্তী আকর্ষণ: যৌনাঙ্গহীন হালাল পতিতা।
পোস্টার বানিয়ে দিয়েছেন দাঁড়িপাল্লা ধমাধম।
Leave a Reply