(ফেইসবুকে একটা মজাদার পেইজ খোলা হয়েছে “ধর্মীয় প্রশ্নের ব্যাঙগানিক উত্তর” নামে। কেউ একজন একটা মজাদার, বিটকেলে বা আপাত নিরীহ প্রশ্ন করছে, আর অমনি অন্যেরা ঝাঁপিয়ে পড়ে সরবরাহ করছে সেটার বৈচিত্র্যময় ব্যাঙগানিক (ব্যঙ্গ + বৈজ্ঞানিক) উত্তর।
সেই পেইজ থেকে নির্বাচিত প্রশ্নোত্তরের ধারাবাহিক সংকলন প্রশ্নকারী ও উত্তরদাতাদের নামসহ ধর্মকারীতে প্রকাশ করা হবে নিয়মিত। বলে রাখা প্রয়োজন, এই নির্বাচনটি একান্তভাবেই ধর্মপচারকের পছন্দভিত্তিক। ফলে ভালো কোনও প্রশ্নোত্তর আমার চোখ এড়িয়ে যাবার সম্ভাবনা তো আছেই, তবে সবচেয়ে বেশি আছে অন্যদের সঙ্গে মতভেদের সম্ভাবনা। নিজ গুণে (ভাগে, যোগে, বিয়োগে) মাফ কইরা দিয়েন।)
২১.
– গেলমান আর নবীর মধ্যে মিল কি জানেন? (ধর্মদ্রোহী বালক)
– দুজনেই গেলমান, একজন খাদিজার আরেকজন বেহেস্তের মুমিনের। (Mahbubul Hasan)
২২.
– জান্নাতে যদি আমি আমার জামাইয়ের ৭২ হুরের সর্দারনী হই, আর আমার জামাই চাইরটা বিয়া করে, তাইলে আমি কয়টা হুরের সর্দারনী হমু? (লায়না নহিজা নাআ)
– সম্পূরক প্রশ্ন: যে রোবট রিসেট করা যায় এবং লাইফটাইম গ্যারান্টি থাকে, কোন মদনে সেই রোবট ৭২টা কিনবে? (দাঁড়িপাল্লা ধমাধম)
২৩.
– পৃথিবীতে এতো এতো নদী থাকতে শুধু গঙ্গাস্নান পবিত্র করে কেন? (Shiji Sejuti)
– সব কুয়া থেকে যেমন জমজম বেশী পবিত্র… (বোকা কাক)
২৪.
– কইনচেন দেহি, আল্লায় দুনিয়া বানাইলো আদম সন্তানের লৈগ্গা, তার লগে লক্ষ্য কুটি গ্রহ নক্ষত্র বানাইলো কিল্লিগ্গা? (জনৈক পথশিশু)
– আদম সন্তানেরা যেন একদিন স্টার-ওয়ার করতে পারে, তাই। (সেক্যুলার ফ্রাইডে)
২৫.
– আল্লামা হয়, আল্লাবাবা হয় না কেন? (ভীষ্মদেব সূত্রধর)
– পিছলামে নারীকে সর্বোচ্চ অধিকার আর মর্যাদা দিয়েছে, এটা প্রমাণ করার জন্য! (Mahmud Reza)
২৬.
– জুম্মাবারে ইমাম সাহেব খুৎবা পড়ার সময় হাতে লাঠি নেন কেন? (Farzana Akter)
– খুতবা বলার সময় কেউ বিরোধিতা করলে তারে ধইরা পিডানির জন্যে (বোকা কাক)
২৭.
– সূর্য কি আপেল, কমলা আর কলা খায়? (Allama Soytaan)
– পুষ্টির অভাবে যদি পরদিন উঠার শক্তি না পায়! সে জন্যই পুষ্টিকর খাদ্য খাওয়ানো হচ্ছে। (শওকত খান)
এবং
– সূর্য সর্বভূক। এই ছবিতে দেখা যাইতেছে, সূর্য আপেল, কমলা, কলা আর হিন্দু রমণী খায়। (দাঁড়িপাল্লা ধমাধম)
২৮.
– আচ্ছা মোহাম্মাদের বাপ কি আসলেই আব্দুল্লাহ ছিল? নাকি আব্দুল্লাহ মারা যাবার পরে আমেনার অবৈধ কামের ফল। (রানা মুক্তমনা)
– চার মুমিনের সাক্ষ্য ছাড়া এমুন অভিযোগের কুনু মূল্য নাইক্কা! (Mahmud Reza)
২৯.
– আল্লাহ তো মহা শক্তিমান, তারপরেও তার পৃথিবীকে প্রাণী বসবাসের উপযোগী করে গড়ে তুলতে তিন-চারশত কোটি বছর লাগলো কেন? (নির্ভীক সত্যবাদী)
– সব কিছু সৃষ্টি করতে সময় লাগে ৬ দিন। আসল বিজ্ঞান পড়ুন। (Shiji Sejuti)
এবং
– কেননা আল্লা ‘কুন’ শব্দ কইতে তিন-চার’শ কোটি বছর লাগাইছে… (চিরন্তন সত্য)
৩০.
– ধর্মের সাথে বিজ্ঞানের সম্পর্ক কী? (অন্নপূর্ণা দেবী)
– জনৈক মুমিন: “ধর্মগ্রন্থ পড়েই তো বিজ্ঞানীরা নোবেল পুরস্কারগুলো পেয়েছে।” (BiVas Mondal)
এবং
– ধর্মের সত্যতা প্রমাণের জন্য বিজ্ঞানের পা ধরা লাগে। বিজ্ঞানের সত্যতা প্রমাণের জন্য ধর্মের ধ-ও ধরা লাগে না। (দাঁড়িপাল্লা ধমাধম)
এবং
– বিজ্ঞান অন্নপূর্ণা আর ধর্ম দেবী। (Shiji Sejuti)
ভীষ্মদেব সূত্রধর
চমৎকার