লিখেছেন সেক্যুলার ফ্রাইডে
নবী মুহাম্মদের খৎনা কখন হয়, কেউ জানেন কি?
চারটি প্রচলিত মত পাচ্ছি, কিন্তু কোনটা সত্য, কেউ জানে না।
১. মুহাম্মদ জন্ম থেকেই born aposthic (natuaral circumsation) ছিলেন; মুসানবি, দাঊদ, ইয়াকুবেরও নাকি জন্মগত খত্না ছিল। জন্মগত খত্না একটি জন্মগত ত্রুটি বলে কুসংস্কারাচ্ছন্ন প্যাগান সংস্কৃতিতে এটিকে অমঙ্গলের চিহ্ন হিসেবে বিবেচনা করা হত। ইহুদিরা অবশ্য একে মঙ্গল চিহ্ন মানে।
২. সম্ভবত, জন্মগত খত্নার বিষয়টিকে ধামাচাপা দেয়ার জন্য দ্বিতীয় মতের জন্ম হয় যে, মুহাম্মদের খত্না করেছিলেন ফেরেশতা জিবরাইল।
৩. খত্না নিয়ে এই সন্দেহের বিষয়টিকে গ্রহণযোগ্য করার জন্য তৃতীয় একটি মতের জন্ম হয় এবং অনেক মুসলমানদের কাছে এটিই গ্রহণযোগ্য হয়ে ওঠে যে, উনারা পিতামহ আবদুল মুত্তালিব উনার খত্না করিয়েছিলেন।
৪. মুহাম্মদের খত্না হয়নি, এমনও একটি মত প্রচলিত আছে।
তথ্য সূত্র:
প্রথম মত
i) Medieval Islamic civilization By Josef W. Meri pg. 157
ii) Kamal al-Din Ibn Talha, “Matalib al-Su’aal Fi Manaqib Aal al-Rasool
iii) Ibn Al-Qayyim বর্ণিত Tuhfat al-Mawlood, p.201.
Leave a Reply