[ফেইসবুকে একটা মজাদার পেইজ খোলা হয়েছে “ধর্মীয় প্রশ্নের ব্যাঙগানিক উত্তর” নামে। কেউ একজন একটা মজাদার, বিটকেলে বা আপাত নিরীহ প্রশ্ন করছে, আর অমনি অন্যেরা ঝাঁপিয়ে পড়ে সরবরাহ করছে সেটার বৈচিত্র্যময় ব্যাঙগানিক (ব্যঙ্গ + বৈজ্ঞানিক) উত্তর।
সেই পেইজ থেকে নির্বাচিত প্রশ্নোত্তরের ধারাবাহিক সংকলন প্রশ্নকারী ও উত্তরদাতাদের নামসহ ধর্মকারীতে প্রকাশ করা হবে নিয়মিত। বলে রাখা প্রয়োজন, এই নির্বাচনটি একান্তভাবেই ধর্মপচারকের পছন্দভিত্তিক। ফলে ভালো কোনও প্রশ্নোত্তর আমার চোখ এড়িয়ে যাবার সম্ভাবনা তো আছেই, তবে সবচেয়ে বেশি আছে অন্যদের সঙ্গে মতভেদের সম্ভাবনা। নিজ গুণে (ভাগে, যোগে, বিয়োগে) মাফ কইরা দিয়েন।]
৪১.
– হাঁচির পর আলহামদুলিল্ল্যাহ বলতে হয় কেনু? (উল্লাস চৌধুরী)
– যাতে আল্যায় আবার মুখে-নাকের মধ্যে শয়তান রিপ্লেস কইরা দেয়। (দাঁড়িপাল্লা ধমাধম)
এবং
– ‘হাউয়ার পোলা’ বলা যায় না, তাই। (Mahfuz Sazal)
৪২.
– শুধু পেছন দিক দিয়ে বাতাস বের হলেই কেন অযু ভাঙবে? কেন মুখ দিয়ে বাতাস বের হলে অযু ভাঙবে না? যেমন হাঁচি, ঢেকুর। আর যদি শুধু মানববর্জ্য বের হলে অযু ভাঙে. তাহলে ঘাম হলে অযু ভাঙবে না কেন? ঘাম কি লোমকূপ দিয়ে বের হওয়া মানববর্জ্য নহে? (বোকা কাক)
– ডাক্তার মোহাম্মদ এই সব ব্যাপারে অতো বুৎপত্তি অর্জন করতে পারেনি। (Shiji Sejuti)
৪৩.
– যে আল্যা “কুন ফায়া কুন” উচ্চারণে শূন্য থেকে মহাবিশ্ব বানাতে সক্ষম, সামান্য হাওয়া বিবি বানাতে কেন তার আদমের পাঁজরের হাড় লাগে? (সেক্যুলার ফ্রাইডে)
– কারণ ইয়্যাল্লাফাক হাওয়ারে নিয়ে আদমের চেয়ে এতই এক্সাইটেড ছিলেন যে, স্বপ্নদোষে উনার শৌর্য-বীর্যের খামতি পড়ে! (Mahmud Reza)
৪৪.
– আচ্ছা, মহানবীজির পেশা মোবারক কী ছিল? (Tamanna Jhumu)
– প্রথম জীবনে ছাগ পাল, মধ্যজীবনে খাদিজার হাল, শেষজীবনে গনিমতের মাল… (ঔপপত্তিক ঐকপত্য)
এবং
– তেতুল ব্যবসা… (Tahsan Kabir Shovon)
এবং
– আল্লার কমিশন এজেন্ট।পরিমাণ ভালই – ২০% অর্থাৎ ৫ ভাগের এক ভাগ। (Kala Chaan)
এবং
– খাদিজা কোম্পানীর বকরী পালা । (Shahzahan Bachchu)
৪৫.
(পূর্ণাকারে দেখতে হলে ছবিতে ক্লিক করতে হবে)
– প্রায়ই ১ নাম্বার আইটেম আর ২ নাম্বার আইটেমরে একসাথে দেখা যায় । প্রশ্ন হচ্ছে, এদের মধ্যে সম্পর্ক কী? এবং সেইটা বৈধ নাকি অবৈধ ? (Ehsan Nayeem)
– ব্যবসায়িক সম্পর্ক! প্রথম স্বার্থ হাসিল করতে চাইলে (অনন্তকাল ধরে) দ্বিতীয় শর্ত পালন অত্যাবশ্যক । (Mahmud Reza)
৪৬.
– পাশের বাসার হুজুর সাহেব প্রতিদিন ভোররাতে গোসল করেন কেন? (শুণ্য কপোট্রন)
– স্বপ্ন দোষ। (Shantanu Adib)
৪৭.
– ইসলামে যেখানে ছবি তোলা/দেখা হারাম, সেখানে ওয়াজের ভিডিও হালাল হয় কীভাবে? (Neon Seven)
– আফনের ফটুক আর ভিডিওর ফারাক জানা নাই… (Mahmud Reza)
এবং
– ধর্ম প্রচারে খুন খারাবিও যেখানে হালাল, সেখানে আপ্নে আসছেন মামুলি ছবি-ভিড্যু নিয়া… (ঔপপত্তিক ঐকপত্য)
৪৮.
– কুরানে কহিলো যে, মেরুদন্ড ও বক্ষ পিঞ্জরের হাড় থেইকা বীর্য উৎপন্ন হয়। ঠিক আছে, এনাটমি-হিস্টলজীরে গুল্লি মারি, কুরানে যা কইছে, তা-ই ঠিক। তাহলে শিবলিঙ্গের নিচে লটরপটর করে ঝুলতে থাকা থলিটা ঠিক কোন কাজে ব্যবহৃত হয়? (তৌফিকুল আমিন হ্যাভেন)
– এইটা ভিক্ষার ঝুলি, বৃন্দাবনে দেখেছি ঐটাতে সাধুরা টাকা পয়সা জমানোর জন্য ব্যাংক হিসেবে ব্যবহার করে, এতে দুইটা কয়েন আল্ল্যা প্রদত্ত ভিক্ষা (চার্বাক শুভ্র)
৪৯.
– অনেক জামাতি ফ্যামিলিতেও হেপি বার্থ ডে টু ইউ বইলা জন্মদিনের কেক কাটে কেনু? এইটা কি ইহুদি খ্রিষ্টানদের সংস্কৃতি নয়? নাকি বিবর্তনের পাল্লায় পইড়া সহিহ হইয়া গেছে? (Md Shuvo)
– কেক কাটলেও আপনাগো চুলকানি, আবার গরু জবাই দিলেও চুলকানি! আপনেরা পাইছেনডা কী, কন তো! (দাঁড়িপাল্লা ধমাধম)
এবং
– মোডারেটদের জন্য সবই জায়েজ। ওনারা গাছেরটাও খাবেন, তলারটাও কুড়াবেন। (Neon Seven)
৫০.
– মরুর বুকে পানি দিয়া অযুর সিস্টেম আবিষ্কার করলো ক্যান?? [তায়াম্মুমের কথা আমি জানি। কিন্তু ঐডাতেই থাকলে প্রশ্ন তুলতাম না। কিন্তু পানি দিয়া অযু ক্যান?] (বোকা কাক)
– এত এত বিবি, হাফ বিবি, গণিমতের মাল আর গেলমানের পানি ফেলানির পর তায়াম্মুম দিয়া কি কাম হবে? কিছু পানি দিয়া না ধুইলে হালাল তো দুরের কথা, STD-এর জ্বালায় মূলধোন হারাইয়া কাঙ্গাল হওয়া লাগত ! (Mahmud Reza)
আগের পর্বগুলো:
Leave a Reply