বলা হয়েছে – রজঃস্বলা নারী অশূচি ও দূষিত;
বলা হয়েছে – পুরুষের জন্য সবচাইতে ক্ষতিকর ফিতনা ও বিপর্যয় হল নারী,
বলা হয়েছে – দোযখীদের মধ্যে নারীরা হবে সংখ্যাগরিষ্ঠ,
বলা হয়েছে – স্বামী যদি স্ত্রীকে বিছানায় আসতে বলে ও স্ত্রী যদি তাৎক্ষণিক সাড়া না দেয়, তবে সেটা গুনাহ,
দেয়া হয়েছে পুরুষের বহুগামিতাকে বৈধতা;
দেয়া হয়েছে চার বিয়ের পাশাপাশি দাসীসম্ভোগ, আর যুদ্ধবন্দিনী-সম্ভোগকে ন্যায্যতা।
মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ (র) ইবন নুমায়র আল হামদানী (র)……আবদুল্লাহ ইবন আমর (রাঃ) সূত্রে বর্ণিত যে, রাসুলুল্লাহ (সা) বলেছেনঃ দুনিয়া উপভোগের উপকরণ (ভোগ্যপণ্য) এবং দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ পুণ্যবতী নারী।
(সহিহ মুসলিম :: খন্ড ৮ :: হাদিস ৩৪৬৫)
আবু বকর আবু শায়বা আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, শেষ পর্যায়ে নবী (সা) -এর নয়জন সহধর্মিনী ছিলেন। নবী (সা) তাদের মাঝে পালাবণ্টন কালে নয় দিনের আগে (পালার) প্রথমা স্ত্রী’র কাছে পূনরায় পৌছতেন না।
(সহিহ মুসলিম :: খন্ড ৮ :: হাদিস ৩৪৫০)
Leave a Reply