[ফেইসবুকে একটা মজাদার পেইজ খোলা হয়েছে “ধর্মীয় প্রশ্নের ব্যাঙগানিক উত্তর” নামে। কেউ একজন একটা মজাদার, বিটকেলে বা আপাত নিরীহ প্রশ্ন করছে, আর অমনি অন্যেরা ঝাঁপিয়ে পড়ে সরবরাহ করছে সেটার বৈচিত্র্যময় ব্যাঙগানিক (ব্যঙ্গ + বৈজ্ঞানিক) উত্তর।
সেই পেইজ থেকে নির্বাচিত প্রশ্নোত্তরের ধারাবাহিক সংকলন প্রশ্নকারী ও উত্তরদাতাদের নামসহ ধর্মকারীতে প্রকাশ করা হবে নিয়মিত। বলে রাখা প্রয়োজন, এই নির্বাচনটি একান্তভাবেই ধর্মপচারকের পছন্দভিত্তিক। ফলে ভালো কোনও প্রশ্নোত্তর আমার চোখ এড়িয়ে যাবার সম্ভাবনা তো আছেই, তবে সবচেয়ে বেশি আছে অন্যদের সঙ্গে মতভেদের সম্ভাবনা। নিজ গুণে (ভাগে, যোগে, বিয়োগে) মাফ কইরা দিয়েন।]
৫১.
– নামাজ পড়া বা মন্দিরে মুর্তিরে পূজা করতে পাছা উঁচা করতে হয় কেনু? (কাজি শামসু)
– স্রষ্টাকে স্বর্গের সুরঙ্গ দেখানোর জন্য। (Prodip Traveller)
৫২.
– পিছলাম নামের ধর্মটি শিয়া, সুন্নি, ওহাবী. . . – এতগুলা মতবাদে বিভক্ত কেনু? (Farzana Akter)
– আসমানী কিতাব আসমান থাইকা ভূমিতে পইড়াই খণ্ড খণ্ড হইয়্যা গেছে। (Masum Rahman)
৫৩.
– আচ্ছা, ইহুদিরা মাথায় ছোট টুপি পরে কেনু? (দান্তে)
– কিপটা ইহুদিদের কাপড় বাঁচানোর ধান্দা। (Neon Seven)
৫৪.
– য়াল্ল্যা বলেছে তার আ-কার নাই। কিন্তু অন্যান্য কারগুলিও নাই কেন তার? যেমন, ই-কার, ঈ-কার, উ-কার, ঊ-কার প্রভৃতি। (Tamanna Jhumu)
– কিতা কইন! হেতের যে বি-কার রইছে হেইডা আফনের চক্ষে পরে না! (Mahmud Reza)
৫৫.
– সূর্য যখন আল্লার আরশের নীচে সেজদায় যায় কিংবা পঙ্কিল জলাশয়ে অস্ত যায়, তখন আম্রিকার আকাশে যেইটা থাকে, সেইটা কি সূর্যের যমজ ভাই? (ঔপপত্তিক ঐকপত্য)
– আল্লা কি আম্রিকার ভিসা পাইছিলো? আম্রিকার আকাশে কী থাকে, সেইটা কেম্নে জানবে? (অনুসন্ধানী আবাহন)
#
– আল্লা আরশে বসে ঘুমায়, আর সেই ফাঁকে সুর্য ইতিউতি যায়। (Shiji Sejuti)
#
– এই সূর্য ইহুদি-নাসারাদের ষড়যন্ত্র। কুরানে সূর্যের কথা আগেই বলা হয়েছে। ওরা গোপনে সেটা নিয়ে রিসার্চ করে সূর্য বানিয়ে নিজেদের আকাশে স্থাপন করেছে। এরপরেও কে অস্বীকার করবে, কুরান বিজ্ঞানময়? (ইমরান ওয়াহিদ)
#
– আল্লা যে খিরিষ্টানদের জন্য আরেকটা বানাইসে, তা কোরানে বলার কূনু দরকার নাই। (Mahbubul Hasan)
#
– এনে আপ্নেরা খালি খালি য়্যাল্লা, মহাবদ আর সুর্য আরশের সহবত, ষড়যন্ত্র তত্ত্বে পড়ি আছেন! তার আগে তামাম হেঁদু, ইহুদি, নাসারা আর খ্রেস্টানগো ভগবান, ঈশ্বর আর গড বেবাকডি কি বইসা ছিড়িতে ছিড়িতে সরোদ বাজাইতেছিল! হেরা কিন্তু মাগার সবার আগে কম্পু বানাইছিলো মাইন্ড ইট, তাই কন্ট্রোল+ সি কইরা কন্ট্রোল+ ভি মারতে কতক্ষন লাগে? পয়েন্টটা কিন্তু খেয়াল কইরা! (Mahmud Reza)
#
– ইসলামের ইতিহাসে আম্রিকা-টাম্রিকা কিছু নাই, আল্যাপাক আম্রিকা বানাইছে এইতো মাত্র ৩০০ বছর আগে! (Alal E Musa Shishir)
#
– আম্রিকায় যে সুর্য দেখা যায়, তাহা সুর্যেরই নিতম্ব। সুর্য যখন সেজদায় যায়, তখন সুর্যের নিতম্ব উঁচা হয়, আর তখন আম্রিকাবাসী সুর্যের নিতম্বকে দেখতে পায়। (আমি সত্যের পথে)
৫৬.
– ইসলামের আইন শরিয়া আইনে ধর্ষণ বলিয়া কিছু নাই কেন? (Tasnim Zuberia)
– কারণ ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ স্থান ও সম্মান, তাই নারীর জন্য অসম্মানজনক এই শব্দ নাজায়েজ। (Mahmud Reza)
৫৭.
– ইনসানের সাথে সাথে জ্বিনেরাও জান্নাত ও জাহান্নামে যাবে। তাদের জন্য কি কোনো নবী-রাসূল পাঠানো হয়েছে? না-হলে তাদের শাস্তি কিংবা পুরস্কার দেয়ার যৌক্তিকতা কী? (ঔপপত্তিক ঐকপত্য)
– মাস্টার ক্লাসে পড়ায়নি ব’লে পরীক্ষা হবে না, এটা কেমন কথা! (Aboneel Aritro)
৫৮.
– শীত কালেই কেন দেশে ওয়াজ মাহফিল বেশী দেখি আমরা? আবার কী আজিব ব্যাপার, এই একই সময়ে দেশে যাত্রা-পালা আর ভ্যারাইটি শোর নামে কী সব অশালীন নগ্ন নারী ড্যান্সারদের আয় আয় মার্কা ব্যাপারস্যাপারও বেশি চলে। কারণ কী? (Allama Soytaan)
– প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। (Shirin Sultana Boby)
৫৯.
– হুরের সংখ্যাটা ৭২ কেন? ৫০, ১০০ এই রকম পুর্ণ সংখ্যা হল না কেন? (Mahfuz Sazal)
– ইসলামের ৭২টা সেক্টের প্রতিটা সেক্ট থিকা একটা একটা কইরা হুরি নেয়া হইছে, যাতে কেউ মাইন্ড না খায়। (দাঁড়িপাল্লা ধমাধম)
#
– নবীজি ৭২-এর বেশি গুনতে পারতো না, তাই। (Tamanna Jhumu)
#
– ডজন হিসাবে। (মূর্খ চাষা)
৬০.
– ফরজ গোছল না করলে কী কী ব্যাঙগানিক ক্ষতি হয়? (অয়ো ময়)
– আরেক বিবি বুইজা ফালাইতে পারে যে, আফনে অন্য কোথাও কিছু ফেলেছেন! (Mahmud Reza)
আগের পর্বগুলো:
Leave a Reply