[ফেইসবুকে একটা মজাদার পেইজ খোলা হয়েছে “ধর্মীয় প্রশ্নের ব্যাঙগানিক উত্তর” নামে। কেউ একজন একটা মজাদার, বিটকেলে বা আপাত নিরীহ প্রশ্ন করছে, আর অমনি অন্যেরা ঝাঁপিয়ে পড়ে সরবরাহ করছে সেটার বৈচিত্র্যময় ব্যাঙগানিক (ব্যঙ্গ + বৈজ্ঞানিক) উত্তর।
সেই পেইজ থেকে নির্বাচিত প্রশ্নোত্তরের ধারাবাহিক সংকলন প্রশ্নকারী ও উত্তরদাতাদের নামসহ ধর্মকারীতে প্রকাশ করা হবে নিয়মিত। বলে রাখা প্রয়োজন, এই নির্বাচনটি একান্তভাবেই ধর্মপচারকের পছন্দভিত্তিক। ফলে ভালো কোনও প্রশ্নোত্তর আমার চোখ এড়িয়ে যাবার সম্ভাবনা তো আছেই, তবে সবচেয়ে বেশি আছে অন্যদের সঙ্গে মতভেদের সম্ভাবনা। নিজ গুণে (ভাগে, যোগে, বিয়োগে) মাফ কইরা দিয়েন।]
৬১.
– অনেককেই বিজ্ঞের মত বলতে শুনতেছি, লতিফ সিদ্দিকী হজ্জ্ব সম্পর্কে ভুল কথা বলছে। আমি যতটুকু জানি, তাতে সে ভুল কিছু বলে নাই। আমি কি মিস করছি কিছু? লতিফ সিদ্দিকী আসলে কোন কথাটা ভুল বলেছে? (Horus Surjodeb)
– কথা ভুল বলে নাই, ভুল লোকদের কাছে বলসে। (Mahfuz Sazal)
#
– ভুল তথ্য কখনো ধর্মানুভূতিতে আঘাত দেয় না, সঠিক তথ্যই দেয়। (Sayeed Anwar Topu)
৬২.
– মহাম্মদ রে গাইল পারলে কল্লা কাটার হুমকি আসে ক্যারে? (ইমরান হাসান নীহার)
– দুষ্টু লোকের সম্মান যখন রক্ষা করতে হয়, তখন জোরের প্রশ্ন আপনাআপনিই চলে আসে… কারণটা বুঝে নিন। (ঔপপত্তিক ঐকপত্য)
৬৩.
– জগতের সবচেয়ে বিশ্বস্ত প্রাণী কুকুর। কিন্তু ইসলাম কুকুর পোষা সমর্থন করে না ক্যান? (সোজাসাপ্টা)
– বিশ্বাসঘাতকতাই মূল পিছলামি ধর্ম বলিয়া ! (Mahmud Reza)
৬৪.
– আপনারা আল্ল্যু মিয়ারে এত পুন্দান, তারপরও তিনি কিছু বলেন না কেন? (ইমরান হাসান নীহার)
– ভাই রে, পুন্দানি যেটুকু পায়, তা ধারণ ক্ষমতার বহুগুণ কম রে, ভাই! খালি আহে আর যায়, টের পায় না রে, ভাই, টের পায় না! (Prodip Traveller)
#
– আল্যায় ভদ্রলোক, মমিনগো মত বেয়াদব না। (দাঁড়িপাল্লা ধমাধম)
#
– যেই পুটুতে বিশ্বব্রহ্মান্ড হান্দায়া যায়, সেই পুটুতে সামান্য কয়ডা নাস্তেকের পুন্দানি, হাহ! (অনুসন্ধানী আবাহন)
৬৫.
– অধিকাংশ নবীই মাতৃস্নেহ-বর্জিত কেনু? (দাঁড়িপাল্লা ধমাধম)
#
– মাতৃ স্নেহ পেলে এমন পুংটামি করতে পারত? (বাঙাল চাষা)
#
– জন্মপরিচয় নিয়া দ্বিধান্বিত থাকায়… (ঔপপত্তিক ঐকপত্য)
#
– এই কারণেই মা কাকে বলে নবীরা বুঝে না। বুঝে খালি নারী ভোগ্যপণ্য। (অন্নপূর্ণা দেবী)
#
– তাঁরা সকলেই যে ছাগ-স্নেহে বড় হবেন বলে নির্ধারিত, তাই। (সেক্যুলার ফ্রাইডে)
#
– শুধু মাতৃস্নেহ বঞ্চিত নয়, অনেকের তো পিতৃপরিচয় নিয়েও সংশয় আছে ! (Mahmud Reza)
৬৬.
– বাল এছ ফেমী আইনের উত্পত্তি কোন ধর্ম থেকে? (Farzana Akter)
– বাল এছ লামী থেইকা (Iz Kollan)
৬৭.
– দেখি কার জেয়ান বালো! মুমিন চাইর বিবি ঘরে আনি ফেলচে ইতিমইধ্যে। কিন্তুক নতুন আরেক বিবি খরিদ করার খায়েশ হইছে তার। চার বিবির উফর রাখতে ত আল্লাহ পারমিশন দেন নাই। এখন মুমিন কী কোইরবে? (মোহাম্মদ ইসলাম)
– দাসি খরিদ করলেই ত হয়! (ইমরান হাসান নীহার)
৬৮.
– পদার্থের ধর্ম আর মানুষের ধর্মের মধ্যে পার্থক্য কী? (Tasnim Zuberia)
– পদার্থের ধর্মের মধ্যে আকার, আয়তন, আকৃতি এবং ভর আছে। পক্ষান্তরে মানুষের ধর্মের মাঝে যথাক্রমে বিকার, অচলায়তন, বিকৃতি আর ডর আছে ! (Mahmud Reza)
৬৯.
– আচ্ছা, চিন্তা করুন তো, গভীর রাতে ১৬০০০ যুবতী নারী একটা প্রাসাদে, আর কৃষ্ণ সেই প্রাসাদের একমাত্র পুরুষ। কী হতে পারে সেখানে? (নীরবতার চিৎকার)
– রাত আরো কৃষ্ণ হবে। (দাঁড়িপাল্লা ধমাধম)
#
– ওখানে সি সি ক্যামেরা লাগাতে হবে। (নাঈমূল ইসলাম সজীব)
৭০.
– নাস্তিকেরা কেন ঈশ্বরকে ভয় পায় না, কিন্তু তাঁর অনুসারীদের ভয় পায়? (নীহার সিদ্দিকী)
– নাস্তিকরা জানে ঈশ্বরের অস্তিত্ব নাই, কিন্তু তার অনুসারীদের অস্তিত্ব তো আছেই, উপরন্তু তারা খড়গহস্ত… (ঔপপত্তিক ঐকপত্য)
আগের পর্বগুলো:
Leave a Reply