লিখেছেন শ্রোডিঞ্জারের বিড়াল
জিব্রাইল: গুড মর্নিং, ও দয়াময় আল্লাহ, কী করছো?
আল্লাহ: গুডমর্নিং মানে, আসমানে কি দিন-রাত হয় নাকি? কী আবোলতাবোল বিদাতী কথাবার্তা বলস রে, জীবু!
জিব্রাইল: না মানে, আল্লাহ, গতকাল অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি ঘুরে দেখতে গেছিলাম তো, খুব ক্লান্ত হয়ে গেছিলাম, এসে একটা ঘুম দিলাম, আহ কী আরাম। একটু আগে ঘুম থেকে উঠলাম তো, ভাবলাম তুমিও হয়তো ঘুমায়ে উঠছো, সেই সেন্সে বললাম আরকি।
আল্লাহ: জীবু, তুই কী বেয়াদ্দপি করস, নাকি আসলেই বলদ, ঠিক বুঝতে পারতেছি না। তুই জানস না, আমি সর্বশক্তিমান? আরে বলদা, সর্বশক্তিমান কখনো ক্লান্ত হয়? ঘুমায়?
জিব্রাইল: ও সর্বশক্তিমান আল্লাহ, তার মানে তুমি বলতে চাচ্ছ, তুমি সর্বশক্তিমান হওয়ায় কখনো ক্লান্ত হও না, ফলে তুমি ঘুমাতেও পারো না?
আল্লাহ: এই ত বুজছস জীবু, এই ত।
জিব্রাইল: কিন্তু তুমি না অমনি-পটেন্ট? সব করতে পারো? তুমি যদি ক্লান্তই না হইতে পার, ঘুমানোর মত সিম্পল কাজ করতে না পারো, তাহলে তুমি অমনি-পটেন্ট কেমনে হইলা? নাকি ব্যাপারটা কোরানে একটু গুল মারছো?
আল্লাহ: চোপরাও বেয়াদপ। আমি কখনো গুল মারি না, আমি সর্বউত্তম চরিত্রধারী, জানস না?
জিব্রাইল: তুমি ক্লান্ত হইতে পারো নাকি পারো না, সেইটা বলো। হয় তুমি ক্লান্ত হও, তার মানে সর্বশক্তিমান না, অথবা তুমি ক্লান্ত হতে পারো না মানে অমনি-পটেন্ট না। এই দুইটার যে কোন একটাই সম্ভব। তুমিই বলো কোনটা?
আল্লাহ: হারামজাদা মাথায় যুক্তি ঢুকছে না? যুক্তি মারাও, না? বেশি যুক্তিবান হইছ, দাঁড়াও, যুক্তি বাইর করতাছি, আগে এই প্রজেক্টটা ফিনিস কইরা নেই।
জিব্রাইল: (ভয়ে কাঁপতে কাঁপতে) তো কী প্রজেক্ট নিয়া এত মগ্ন হয়ে কাজ করতেছ, ও দয়াবান আল্লাহ?
আল্লাহ: মশা বানাইতেছি জীবু, মশা। এইগুলা মানুষের রক্ত চুষে চুষে খাইবো, কানের পাশে ভোঁ ভোঁ করবো, আর বিভিন্ন ভয়ংকর রোগ একজন থেকে আরেকজনের কাছে ছড়াইবো। হুহু হাহা।
জিব্রাইল: (দীর্ঘশ্বাস ফেলে) এই “মশা”-গুলা নিশ্চয়ই শুধু খারাপ মানুষদেরই এভাবে অত্যাচার করবে?
আল্লাহ: ধুর্বাল, তাইলে আর মজাটাই কোথায়! … এই নে জীবু, বেয়াদপি করছিলি না? তার শাস্তি।
(আল্লাহর সৃষ্ট প্রথম মশাটা উড়ে গিয়ে আতংকিত জিব্রাইলের কানের পাশে কিছুক্ষন ভোঁ ভোঁ করলো, অতপর হঠাৎ গালে কামড় বসিয়ে দিল।)
মেডিকাল সায়েন্স ও আধুনিক ওষুধপাতি না থাকায় জীবু বহু বহুদিন ম্যালেরিয়ায় কাতরিয়েছিল। ফেরেশতারা অমর, তাই সে মরেনি, নাহয় সে বহু আগেই অক্কা পেত।
সত্যিই আল্লাহ মহান।
Leave a Reply